দেবহাটা অফিস \ পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পলী উন্নয়ন কিশোরী সংঘের সচেতনতামূলক প্রশিক্ষন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। ইরেসপো প্রকল্প বিআরডিবি দেবহাটার আয়োজনে গঠিত পলী উন্নয়ন কিশোরী সংঘের ধারাবাহিক প্রশিক্ষন বিনামূল্যে স্বাস্থ্য ও শিক্ষা সামগ্রী বিতরন কার্যক্রমের অংশ হিসেবে গতকাল পারুলিয়া বালিকা বিদ্যালয়ে কিশোরী সংঘের প্রশিক্ষন ক্লাস অনুষ্ঠিত হয়। কিশোরীদের বাল্য বিবাহ রোধে ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি সহ ভবিষ্যত সঞ্চয়মুখি করতে প্রতিমাসে ৫০-২০০ টাকা সঞ্চয় জমা নেওয়া হয়। এবং সরকার প্রনোদনা দেয় সঞ্চয়ের দ্বিগুন। ইতিপূর্বে সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের কিশোরী সংঘের প্রশিক্ষন সফল ভাবে সম্পন্ন হয়েছে। গতকাল পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কিশোরী সংঘের প্রশিক্ষন ক্লাবে প্রধান অতিথি ও প্রধান আলোচক ছিলেন দেবহাটা থানা ওসি শেখ ওবায়দুলাহ, বিশেষ অতিথি ছিলেন পলী উন্নয়ন অফিসার দেবহাটা, তানজিয়ারা খাতুন, সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোসলেহ উদ্দীন মুকুল, উপস্থিত ছিলেন সহকারী পলী উন্নয়ন অফিসার (ইরেসপো) মোঃ সোহরব হোসেন, দৃষ্টিপাত সদর ইউনিয়ন প্রতিনিধি উত্তম কুমার রায় প্রমুখ।