দেবহাটা অফিস \ পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পঞ্চম শ্রেনির শিক্ষার্থীদের গতকাল বিদায় অনুষ্ঠানের আয়োজন করে। বিদ্যালয় চত্বরে আয়োজিত সকল শিক্ষার্থী শিক্ষক এসএসসি ও অভিভাবকদের উপস্থিতিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, ম্যানেজিং কমিটির সভাপতি আবু তালেব মোল্যার সভাপতিত্বে প্রধান শিক্ষক জিয়াদ আলী স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক স্বপন কুমার মলিক ও মহব্বত আলী, বিদায়ী অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীর পাশাপাশি তৃতীয়, চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। বিদায়ী শিক্ষার্থীদেরকে বিদ্যালয়ের পক্ষ হতে কলম, স্কেল সহ শিক্ষা উপকরন দেওয়া হয়। বিদায়ীরা বিদ্যালয়েও শিক্ষকদের উপহার সামগ্রী প্রদান করেন। সাতক্ষীরার অন্যতম এই বিদ্যালয়টি গতকাল বিদায় আয়োজনে রং বেরং এর বাহারী সৌন্দর্যের বতায়ন ঘটানো হয়।