দেবহাটা অফিস ॥ দেবহাটার পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে গতকাল মহান বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। ১৪ ডিসেম্বর দিনটিতে শিশু শিক্ষার্থীদের মাঝে বুদ্ধিজীবী দিবস এবং দিবসের তাৎপর্য তুলে ধরা হয়। বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সভাপতি আবু তালেব মোল্ল্যা, প্রধান শিক্ষক মোঃ জিয়াদ আলীর ব্যবস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক স্বপন কুমার মল্লিক, রেহানা খাতুন, মহব্বত হোসাইন প্রমুখ। দিনটিতে শিক্ষার্থীদের জন্য রচনা, কবিতা আবৃতি সহ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।