দেবহাটা অফিস ॥ দেবহাটার পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় প্রান্তিকের (পরীক্ষায়) ফলাফল গতকাল বিদ্যালয় প্রাঙ্গনে অভিভাবক শিক্ষার্থী সহ বিশিষ্ট্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ঘোষনা করা হয়। উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলাফল ঘোষনা করেন। এর পূর্বে বিশেষ কাপড়ে মোড়ানো ফলাফলের কপি প্রধান শিক্ষক মো: জিয়াদ আলী প্রধান অতিথির হাতে তুলে দেন। উৎসবমুখর পরিবেশে আলোকিত আয়োজনে বিপুল সংখ্যক অভিভাবকের উপস্থিতিতে প্রধান অতিথি বিদ্যালয় এগিয়ে চলায় সন্তোস প্রকাশ করেন এবং সম্ভাব্য সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবেন বলে জানান। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সভাপতি আবু তালেব মোল্ল্যার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন সভাপতি ও বালিকা বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোসলেহ উদ্দীন মুকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো: জিয়াদ আলী, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পিটিএ সভাপতি আবু রায়হান, হুমায়ুন কবির হীম, সহকারী শিক্ষক স্বপন কুমার মল্লিক, মহব্বত হোসাইন, রেহেনা খাতুন প্রমুখ। ফলাফল ঘোষনা শেষে প্রধান অতিথি আ’লীগ সম্পাদক মনিরুজ্জামান মনি কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেন। ফলাফল ঘোষনা অনুষ্ঠানে শুরুতে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিদের ফুলের শুভেচ্ছা জানান বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি সহ শিক্ষকরা।