দেবহাটা অফিস ॥ দেবহাটা উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইদ্রিস আলী গতকাল পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন। এ সময় তিনি শিক্ষার্থীদের পাঠদান করেন। বিষয় ভিত্তিক পাঠদানের পাশাপাশি সত্যবাদিতা, নৈতিকতা, স্বাস্থ্য বিধি সম্পর্কে জ্ঞান দান করেন। পাঠদান শেষে তিনি শিক্ষকদের সাথে মত বিনিময় করেন। মত বিনিময় শেষে বিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্ণার ও শেখ রাসেল পাঠাগার এ বেশ কিছু সময় অবস্থান করেন, পাঠাগারের বইয়ের সংরক্ষন ও জাতির পিতা বঙ্গবন্ধু বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের জাতীয় চার নেতা সহ দূর্লভ ছবি প্রত্যক্ষ করেন এবং ভয়সী প্রশংসা করেন। বিদ্যালয়ের ওয়াশব্লক, প্রাক প্রাথমিক শেনি কক্ষ, বিদ্যালয়ের বিভিন্ন কক্ষের আলোকচিত্র, শিক্ষক মিলনায়ন, সংস্কৃতিক ও খেলাধুলা সামগ্রী প্রত্যক্ষ করেন। বিদ্যালয়ের পাঠদান, স্বাস্থ্যসম্মত, সৌন্দর্যমন্ডিত পরিবেশ সহ সামগ্রীক ব্যবস্থাপনা সন্তোষ প্রকাশ করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার জহুরুল ইসলাম, প্রধান শিক্ষক মো: জিয়াদ আলী, সহকারী শিক্ষক স্বপন কুমার মল্লিক সহ অপরাপর সহকারী শিক্ষকগন।