দেবহাটা অফিস ॥ দেবহাটার পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। গতকাল দিন ব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যালে শ্রদ্ধা জ্ঞাপন, শিক্ষার্থীদের কবিতা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা,সকাল এগারটায় আলোচনা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক মো: জিয়াদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু তালেব মোল্ল্যা, অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী সিনিয়র শিক্ষক স্বপন কুমার মল্লিক, শিশু শিক্ষার্থীরা মহান স্বাধীনতা দিবসের উপর বক্তৃতা করেন।