দেবহাটা অফিস ॥ দক্ষিন পারুলিয়া ওরিয়েন্ট ক্লাবের আয়োজনে স্কাই লর্বের সহযোগিতায় গতকাল রাতে আট দলীয় মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের জাকজমক উদ্বোধন হয়েছে। শহীদ কাসেম পার্কে অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, ওরিয়েন্ট প্রাক্তন চেয়ারম্যান ইউনিয়ন আ’লীগ সম্পাদক সাইফুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আ’লীগ নেতা অহিদুল ইসলাম, যুবলীগ সভাপতি মিজানুর রহমান মিন্নুর, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাহবুব আলম খোকন সহ ক্লাবের অপরাপর সদস্য, রাজনৈতিক ও পেশাজীবীরা। বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেন। খেলার ধারাভাষ্যকারের ভূমিকা পালন করেন সিরাজুল ইসলাম।