দেবহাটা অফিস \ পারুলিয়া মোটর সাইকেল চালক সমিতির সভাপতি হিসেবে পুনরায় বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন খলিলুর রহমান, সহসভাপতি রবিউল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ রুহুল আমীন, কমিটির অপরাপর নেতৃবৃন্দের নাম আগামীতে ঘোষনা করা হবে বলে জানান নির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদক, গত ১ ডিসেম্বর কাসেম পার্ক সংলগ্ন ক্লাব চত্বরে নব নির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগ সম্পাদক সাইফুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন শেখ আবুল কাসেম, সামাদ আলী। উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা আহবায়ক কমিটির শেখ তরিকুল ইসলাম, নাজমুল হাসান, জহির মোড়ল ও খোকন সরদার। উপস্থিত ছিলেন কালীবাড়ী চাম্পাফুল সভাপতি ইসরাফিল ইসলাম। দায়িত্বভার অনুষ্ঠানে পুনরায় নির্বাচিত সভাপতি খলিলুর রহমান সহ অপরাপর নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে বরন করা হয়। সভাপতি খলিলুর রহমান জানান আমার কমিটির সফল কর্মকান্ডের কারনে সদস্যরা পুনরায় আমাদের পক্ষে অবস্থান নেওয়ায় বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছি। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।