দেবহাটা অফিস ॥ দেবহাটার রাজধানী খ্যাত পারুলিয়ার সাতক্ষীরা কালিগঞ্জ সড়কে ঈদ পরবর্তি দিনগুলোতে যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থায় আনসার বাহিনীর সদস্যরা নিরলস ভাবে কাজ করছে। দেবহাটার আনসার কমান্ডার নুর হোসেনের নেতৃত্বে আনসার সদস্যরা সকাল হতে সন্ধ্যা পর্যন্ত পারুলিয়অ বাজারস্থ চৌরাস্থা সংলগ্ন এলাকায় যানজট দুরীকরনের মাধ্যমে ব্যস্ততম বাজার ও ব্যস্ততম সড়ককে যানজটমুক্ত রেখেছে। আনসার সদস্যদের সাথে কথাবলে জানাগেছে তাদের দায়িত্ব ছয় দিনের জন্য। পারুলিয়া বাজারস্থ সড়কটিতে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে বিশেষ করে চৌরাস্তার সংযোগ স্থল চারদিক দিয়ে সড়ক টিতে যানবাহনের উপস্থিতি ঘটে। বাজার ও সড়ক ব্যবহার কারী জনসাধারনের প্রত্যাশা সড়কটির প্রতিমুহুর্তের যানজট নিরসনে স্থায়ী ভাবে ট্রাফিক ব্যবস্থা হলে জনসাধারন নির্বিঘ্নে এবং নিরাপত্তার সাথে চলাচল করতে পারে এবং যানজট ও মুক্ত থাকবে।