শুক্রবার, ১৬ মে ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিএসএফের রেখে যাওয়া ৭৫ জনকে পরিবারের কাছে হস্তান্তর দেবহাটা বিএনপির সদস্য নবায়ন উদ্বোধনী আয়োজনে জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত কলারোয়ায যুবদল নেতার ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ মুন্সীগঞ্জে তাপদাহে পানি ও খাবার স্যালাইন বিতরণ শ্রীউলায় ইউনিয়ন পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশ সফল করতে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা ভাড়াশিমলায় ২৫০ প্রান্তিক কৃষানের মধ্যে সবজির বীজ বিতরণ খুলনার সাবেক মহিলা কাউন্সিলর গ্রেফতার বসন্তপুর ফকিরপাড়া জামে মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিল

‘পাল্টা-আক্রমণ’ চালাচ্ছে ইউক্রেইন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

এফএনএস বিদেশ : কিইভ বাহিনী কিছুদিন ধরে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা খেরসনে ‘পাল্টা-আক্রমণ’ চালিয়ে যাচ্ছে, তার মধ্যেই এবার খারকিভে হামলা করল তারা। মস্কোপন্থি বিচ্ছিন্নতাবাদীদের এক কর্মকর্তা জানিয়েছেন, ইউক্রেইনীয় বাহিনী পূর্বাঞ্চলে রাশিয়ার দখলে থাকা খারকিভ প্রদেশের বালাকলিয়া শহরে আক্রমণ করেছে। কিইভ বাহিনী গত কিছুদিন ধরে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা খেরসনে ‘পাল্টা-আক্রমণ’ চালিয়ে যাচ্ছে, তার মধ্যেই এবার খারকিভে হামলা করল তারা। তাদের এ পাল্টা আক্রমণ কেমন চলছে, সে বিষয়ে মন্তব্যের ক্ষেত্রে ইউক্রেইনীয় কর্মকর্তারা এখনও সাবধানতা অবলম্বন করে চলছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। লুহানস্ক অঞ্চলের গভর্নর সেরহি হাইদাই ইউক্রেইনের টেলিভিশনকে কিইভ বাহিনী কোথায় আক্রমণ চালাচ্ছে তার সুস্পষ্ট বিবরণ না দিয়ে বলেছেন, “পাল্টা-আক্রমণ চলছে। আমাদের বাহিনী কিছু সফলতাও পেয়েছে। এতটুকুই থাক।” ইউক্রেইনের প্রেসিডেন্টের এক উপদেষ্টা এর আগে টুইটারে লিখেছিলেন, উত্তরপূর্ব খারকিভের অভিযান নিয়ে প্রেসিডেন্ট ‘সুসংবাদ’ দিতে যাচ্ছেন। যদিও পরে রাতের ভাষণে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি খারকিভ অভিযান নিয়ে তেমন কিছুই বলেননি। তিনি জানিয়েছেন, মঙ্গলবার রাশিয়ার ছোঁড়া ৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভ‚পাতিত করা হয়েছে, এগুলোর বেশিরভাগই ঘটেছে দক্ষিণাঞ্চলে। রয়টার্স জানিয়েছে, তারা ইউক্রেইনীয় কর্মকর্তাদের এসব দাবি তাৎক্ষণিকভাবে যাচাই করে দেখতে পারেনি আর এ বিষয়ে রাশিয়ার কাছ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মঙ্গলবার মস্কোপন্থি বিচ্ছিন্নতাবাদী দোনেৎস্ক পিপলস রিপাবলিকের কর্মকর্তা ডেনিল বেজসোনভ নজিরবিহীনভাবেই খারকিভ ও রাশিয়ার দখলে থাকা ইজিয়ুমের মধ্যবর্তী পূর্বাঞ্চলীয় শহর বালাকলিয়ায় দুই পক্ষের মধ্যে তুমুল লড়াই চলছে বলে জানান। এই শহরটির বাসিন্দা প্রায় ২৭ হাজার। নিজেদের বাহিনীগুলোর কাছে অস্ত্র ও রসদ সরবরাহে শহরটিকে একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে কেন্দ্র হিসেবে ব্যবহার করে আসছে রাশিয়া। “আজ, ইউক্রেইনের সশস্ত্র বাহিনী তাদের দীর্ঘ প্রস্তুতির পর, কামান নিয়ে বালাকলিয়ায় আক্রমণ শুরু করেছে,” টেলিগ্রামে বলেছেন বেজসোনভ। শহরটি হারালে, ইজিয়ুমে থাকা রুশ বাহিনীর উত্তরপশ্চিম অংশ ঝুঁকিতে পড়বে,” বলেছেন তিনি। “দোনেৎস্ক পিপলস রিপাবলিকের ছোট ছোট গ্র“পগুলোর ওপর ব্যাপক গোলাবর্ষণ করে যাচ্ছে ইউক্রেইনের সশস্ত্র বাহিনী। ওই ছোট ছোট গ্র“পগুলো কাছাকাছি জঙ্গলে প্রতিরক্ষামূলক অবস্থান নিয়েছে। “এই মুহূর্তে বালাকলিয়া বিভিন্ন দিক থেকে ঘেরাও হওয়ার মুখে রয়েছে, শহরটি ইউক্রেইনের কামানের গোলার আওতার মধ্যেও আছে। সেখানে সাহায্য পাঠানোর সব চেষ্টাই তাদের গোলাবর্ষণের মুখে পড়ছে,” বলেছেন বেজসোনভ। সমর বিশেষজ্ঞ ব্লগার ও অনেক প্রত্যক্ষদর্শীও বালাকলিয়ার চারপাশে তুমুল লড়াইয়ের খবর দিয়েছেন। খারকিভের পূর্বদিকে অবস্থিত কুপিয়ানস্কের নগর কাউন্সিলের কিয়েভপন্থি সদস্য ভাদিম ক্রখমাল অনলাইনে পোস্ট করা এক ভিডিওতে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার গণভোটে অংশ না নিতে অঞ্চলটির বাসিন্দাদের প্রতি আহŸান জানিয়েছেন। শহরটি ৫ মাস ধরেই রাশিয়ার নিয়ন্ত্রণে আছে। তিনি বলেছেন “খুব শিগগিরিই ইউক্রেইনের সশস্ত্র বাহিনী কুপিয়ানস্ককে মুক্ত করবে। আমরা জানি এবং এটা নিশ্চিত। যা দরকার, তা হল সামান্য ধৈর্য।” খারকিভ নিয়ে ইউক্রেইনের কর্মকর্তাদের মুখে অনেক কথা শোনা গেলেও তাদের মূল ‘পাল্টা আক্রমণ’ যেখানে হচ্ছে, সেই খেরসনের পরিস্থিতি নিয়ে তেমন কিছু বলছেন না তারা। সেখানে সাংবাদিকদের যাওয়ার ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করেছে কিইভ। প্রতিপক্ষকে চমকে দিতে আক্রমণ নিয়ে সীমিত প্রতিবেদন প্রকাশ করে চলছে তারা। রাশিয়া বলছে, তারা খেরসনে পাল্টা আক্রমণ প্রতিহত করেছে; অন্যদিকে ইউক্রেইন বলছে, তারা ধারাবাহিক সফলতার মধ্যে আছে। “স্থানে স্থানে যুদ্ধ হচ্ছে। এরইমধ্যে কিছুকিছু এলাকা আমরা মুক্ত করতে পেরেছি,” ইউক্রেইন সশস্ত্র বাহিনীর দক্ষিণ জেলার মুখপাত্র নাতালিয়া হুমেনিউক রাষ্ট্রীয় টেলিভিশনকে এমনটাই বলেছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। পারমাণবিক কেন্দ্রের সুরক্ষা জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস দক্ষিণ ইউক্রেইনে রাশিয়ার দখলে থাকা জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্র ও এর আশপাশের এলাকাকে ‘অসামরিক এলাকায়’ পরিণত করতে দু’পক্ষের জন্যই সুনির্দিষ্ট কিছু প্রস্তাব দিয়েছেন। এর মধ্যে প্রথমটি হচ্ছে- রাশিয়া ও ইউক্রেইনের বাহিনীকে প্রতিশ্র“তি দিতে হবে তারা ইউরোপের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র ও এর আশপাশের এলাকায় কোনো সামরিক কর্মকান্ড চালাবে না। “দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে, কতটুকু জায়গা অসামরিক থাকবে তা নিয়ে চুক্তি। এর মধ্যে রুশ বাহিনীকে ওই নির্ধারিত জায়গা থেকে তাদের সব সেনা ও সরঞ্জাম প্রত্যাহার এবং ইউক্রেইনীয় বাহিনী ওই নির্ধারিত জায়গায় যাবে না, তার প্রতিশ্র“তি থাকবে,” মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে বলেছেন গুতেরেস। নিরাপত্তা পরিষদের ওই বৈঠকের আগে জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া বলেছিলেন, “আমরা যদি ওই এলাকা ছেড়ে দিই, তাহলে ইউক্রেইনীয় বাহিনী তাৎক্ষণিকভাবে সেখানে ঢুকে পড়বে, আর পুরো বিষয়টি নষ্ট করে দেবে।” রাশিয়ার সেনারা ওই পারমাণবিক কেন্দ্রটির সুরক্ষা দিচ্ছে বলে দাবি করেছেন তিনি। নিরাপত্তা পরিষদের বৈঠকের আগে গত মঙ্গলবার আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) জাপোরিজিয়ায় ‘একটি পারমাণবিক নিরাপত্তা ও নিরাপত্তা সুরক্ষা অঞ্চল’ প্রতিষ্ঠার তাগিদ দিয়েছিল। কিছুদিন আগেই সংস্থাটির প্রধান রাফায়েল গ্রসির নেতৃত্বাধীন একটি পরিদর্শক দল গোলাবর্ষণ চলার মধ্যেই যুদ্ধের ময়দান অতিক্রম করে ওই পারমাণবিক কেন্দ্রটিতে গিয়েছিলেন। জাতিসংঘের এই পারমাণবিক ওয়াচডগের দুই বিশেষজ্ঞ দীর্ঘদিন থাকার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছেন। আইএইএ-র প্রতিবেদনে কেন্দ্রটির ক্ষতিগ্রস্ত অংশর বিবরণ থাকলেও গোলাবর্ষণের জন্য কাউকে দায়ী করা হয়নি। ফেব্র“য়ারির শেষ সপ্তাহে রাশিয়া ইউক্রেইনে অভিযান শুরুর অল্প কয়েকদিনের মধ্যেই তারা জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। রাশিয়ার নিয়ন্ত্রণে থাকলেও কেন্দ্রটি এখনও ইউক্রেইনের কর্মীরাই পরিচালনা করছেন। সূত্র: আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com