কালিগঞ্জ প্রতিনিধি \ “সংঘাত নয়, শান্তি ও স¤প্রীতির বাংলাদেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে কালিগঞ্জে পিস ফেসিলিটিটর গ্রুপ (পিএফজির) সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা অনুষ্ঠিত হয়েছে। দি—হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশের “মাল্টি—স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (এমআইপিএস)” প্রকল্পের আওতায় এবং ফরেইন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)—এর অর্থায়নে বুধবার বেলা সাড়ে ১০টায় প্রেসক্লাবের হলরুমে অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। পিএফজি গ্রুপের এম্বাসেডর ডাক্তার শেখ শফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন দি—হাঙ্গার প্রজেক্ট খুলনা অঞ্চলের সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু। পিএফজি গ্রুপের উপজেলা কো—অর্ডিনেটর সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে সভার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বক্তারা পিস অ্যাম্বাসেডর মাহফুজা খানম খুকু, পিএফজি গ্রুপের সদস্য শেখ সাইফুল বারী সফু, শেখ আনোয়ার হোসেন, এম. হাফিজুর রহমান শিমুল, এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্চু, শেখ খায়রুল আলম, হাফেজ আব্দুল গফুর, মিলন কুমার ঘোষ, ইলাদেবী মল্লিক, শান্তি গোপাল চক্রবর্তী প্রমুখ। সভায় দেশে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে সম্প্রীতি রক্ষায় বিভিন্ন ধরণের কর্মপরিকল্পনা গ্রহন করা হয়। এছাড়াও সভায় চঅঘ গঠনের বিষয়ে দি—হাঙ্গার প্রজেক্টের ফিল্ড কো—অডিনেটর মোঃ আবু তাহের আলোচনা করেন।