পাকিস্তান সুপার লিগের আসন্ন মৌসুমের প্লেয়ার্স ড্রাফটে নাম দিয়েছেন মুস্তাফিজুর রহমান। এবার আইপিএলের সময়ে চলবে পিএসএল এবং আইপিএলে মুস্তাফিজ অবিক্রীত থাকায় তাকে দলে টানার ব্যাপারে আগ্রহী হতে পারে পিএসএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। গত কয়েক বছরে দারুণ পারফরম্যান্সে আইপিএলে নিয়মিত মুখে পরিণত হয়ে গিয়েছিলেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তবে আইপিএলের আসন্ন আসরে দেখা যাচ্ছে না মুস্তাফিজকে। আইপিএলের নিলাম থেকে ফিজকে দলে ভেড়াতে আগ্রহ দেখায়নি কোনো দল। বাংলাদেশের অন্য কোনো ক্রিকেটারও দল পাননি আইপিএলে। ফলে আইপিএলের আসন্ন মৌসুম নিয়ে বাংলাদেশিদের মাঝে আগ্রহ কিছুটা কমই থাকবে। আইপিএলে দল না পেলেও পিএসএলে দল পাওয়ার বেশ ভালো রকমের সম্ভাবনা রয়েছে মুস্তাফিজের। পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি চলবে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মার্চের শুরুর সময় পর্যন্ত। যে কারণে এবার পিএসএল মাঠে গড়াবে আইপিএলের সময়ে। পরের মৌসুমগুলোতেও আইপিএলের সময়েই পিএসএল আয়োজনের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে রেখেছে পিসিবি। যার ফলে আইপিএলে দল না পাওয়া ক্রিকেটারদের দলে ভেড়ানোর সুযোগ পাবে পিএসএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। পিএসএলের ড্রাফটে এবার নাম দিয়েছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। আইপিএলে যেহেতু ফিজ দল পাননি এবং বিশ্ব ক্রিকেটে বেশ খ্যাতি রয়েছে ফিজের, সেক্ষেত্রে পিএসএলের যেকোনো দলের জন্যই বেশ ভালো পছন্দ হতে পারেন তিনি। এছাড়া আইপিএল চলার সময়ে আন্তর্জাতিক সিরিজও প্রায় থাকে না বললেই চলে। বেশিরভাগ ক্রিকেটার ব্যস্ত থাকেন আইপিএলে। যেহেতু আইপিএলে মুস্তাফিজ নেই, সুযোগটা তাই লুফে নিতে পারে পিএসএলের যেকোনো দল। যদিও ক্রিকেটারদের এনওসি দেওয়া নিয়ে বিসিবির নীতিমালা অনেক সময়ই প্রশ্ন তুলেছে। তবে পিএসএলের ড্রাফটে মুস্তাফিজ দল পেলে তা বাংলাদেশ ক্রিকেটের জন্যই বেশ বড়সড় ব্যাপার হতে যাচ্ছে। এছাড়া পিএসএলের আগে পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে ৮ দল। সেখানে বাংলাদেশের স্কোয়াডে নিশ্চিতভাবেই থাকবেন মুস্তাফিজ। বল হাতে আইসিসির ইভেন্টে আলো ছড়াতে পারলে নিশ্চিতভাবেই পিএসএলের ফ্র্যাঞ্চাইজিরা আরও বেশি আগ্রহী হবেন ফিজকে নিয়ে। সেই সাথে আইপিএলে অবিক্রীত থাকার বাড়তি সুবিধা তো থাকছেই। আইপিএলের সর্বশেষ আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন মুস্তাফিজ। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লী ক্যাপিটালসের জার্সিতে আইপিএল মাতিয়েছেন ফিজ। টি—টোয়েন্টি ক্রিকেটে বরাবরই দারুণ কার্যকরী বোলার মুস্তাফিজুর রহমান।