বর্তমান চ্যাম্পিয়ন তকমা নিয়ে ফরচুন বরিশাল এবার সাজিয়েছে আরও শক্তিশালী স্কোয়াড। দেশি তারকারা তো আছেনই, দলে আছেন বিদেশি বেশ কয়েকজন তারকা। তাদের একজন শাহীন শাহ আফ্রিদি। বর্তমান সময়ের অন্যতম সেরা এই পেসার অবশ্য পুরো আসর খেলতে পারবেন না। টেস্ট সিরিজ না খেলে বিপিএল খেলতে আসার কারণে নানামুখী সমালোচনায় পড়তে হয়েছে পাকিস্তানের এই তারকা পেসারকে। মূলত ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবেই তাকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে বিশ্রাম দেওয়ার কথা ভাবা হচ্ছিল। তবে শাহীন বিপিএল খেলতে চলে আসায় পাকিস্তানের ক্রিকেটে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। পাকিস্তানের গণমাধ্যমের সূত্রে জানা গেছে, শাহীনকে বিপিএলের এনওসি দেওয়া হয়েছে ১৫ জানুয়ারি পর্যন্ত। এই সময়ের মধ্যে ফরচুন বরিশাল ম্যাচ খেলবে পাঁচটি। ৯ জানুয়ারির পর দলের পরবর্তী ম্যাচ ১৬ জানুয়ারি। শাহীন সিলেট পর্বের পর আর খেলবেন কিনা তা নিয়ে তাই ধেঁায়াশা থাকছে। শাহীনের বিপিএলে অংশগ্রহণ নিয়ে পাকিস্তানের নির্বাচক প্যানেল কিছুটা অসন্তুষ্ট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণার আগে খেলোয়াড়রা প্রস্তুতি ম্যাচে অংশ নেন। নির্বাচকরা খেলার নির্দেশ দিলেও সেই ম্যাচে খেলেননি শাহীন। বিষয়টিকে অবাধ্য আচরণ মনে হয়েছে পাকিস্তানের নির্বাচকদের। অবশ্য সেই ম্যাচে বাবরও খেলেননি, তবে স্কোয়াডে তিনি ঠিকই আছেন। ১৫ জানুয়ারির পর শাহীনের এনওসির মেয়াদ বাড়বে কিনা তা সময়ই বলে দেবে। তবে আপাতত নিশ্চয়ই তার কাছ থেকে সেরাটাই আদায় করে নিতে চাইবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।