বিশেষ প্রতিনিধি ॥ কালিগঞ্জ উপজেলা রতনপুরে ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পি ডি কে মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি-২০২৪ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৩ ফেব্র“য়ারি মঙ্গলবার বেলা ১২ টায় পি ডি কে মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও শিক্ষার্থীদের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, স্কুল ম্যানেজিং কমিটির সকল কর্মকর্তা-সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজের নেত্রীবৃন্দের উপস্থিতিতে বিদায়ী শিক্ষার্থীদের ফুলের মাল্য, লাল গোলাপ ও পুষ্প বৃষ্টির মাধ্যমে বিদায়ী পরীক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও ষষ্ঠ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। এ সময় বিদায়ী শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়ে। এক হৃদয়বিদারক দৃশ্য পরিলক্ষিত হয়। উক্ত বিদায়ী অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের সভাপতি শেখ ইকবাল আলম বাবলু এর সভাপতিত্বে ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রফিক এর সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রতনপুর ইউপি চেয়ারম্যান এম আলিম আল রাজি টোকন। উদ্বোধক হিসেবে উক্ত অনুষ্ঠানটি উদ্বোধন করেন কাঠুনিয়া রাজবাড়ী কলেজের অধ্যক্ষ মোঃ আবদুল ওহাব। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাকি বিল্লাহ, উপজেলা একাডেমীক সুপারভাইজার মোঃ সাইফুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ সেলিম আহমেদ, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি এর নূরনগর শাখা ব্যবস্থাপক শেখ রিয়াজ উদ্দিন, সেকেন্ড ম্যানেজার মোঃ আনিছুর রহমান, শিক্ষক মাওঃ মুহাম্মাদ আব্দুল সবুর সাইফী প্রমুখ। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে মানপত্র পাঠ করেন এসএসসি পরীক্ষার্থী কুহিলী হাসান কুসুম। এবছর অত্র বিদ্যালয় থেকে বিজ্ঞান শাখায় ৯ জন, ব্যাবসায় শাখায় ৩ জন, মানবিক শাখায় ২০ জন। সর্বমোট ৩২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে এবং ষষ্ঠ শ্রেণীর ৪৮ জন শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়। সকল শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল সহ সার্বিক কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ ফিরোজ আহমেদ।