রতনপুর কালিগঞ্জ প্রতিনিধি ॥ রতনপুর ইউনিয়নে পীর গাজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৩ মূল্যায়ন ও সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে পীর গাজন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কাটুনিয়া রাজবাড়ী কলেজ প্রভাষক শফিক আহমেদ দবিরে সভাপতিত্বে এই স্কুলের শিক্ষিকা নুরুন নাহানের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষিকা মাজিদা পারভীন, সাবেক সভাপতি আহমেদ কবির পি,ডি,কে বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুর রহমান। ফলাফল ঘোষণা করেন প্রধান শিক্ষিকা মাজিদা পারভীন। বিদ্যালয় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত উম্মে হাবিবা পুরস্কার প্রাপ্ত হন ,পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ ৪৫ জন ছাত্রছাত্রীর মধ্যে উম্মে হাবিবা প্রথম ও আফরা আনান সাওদা দ্বিতীয় স্থান, চতুর্থ থেকে পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ ৫০ জন ছাত্র ছাত্রীর মধ্যে চন্দ্রজীপ স্বর্ণকার প্রথম ও নাহি হাসান দ্বিতীয়, তৃতীয় থেকে চতুর্থ শ্রেণীতে উত্তীর্ণ ৪০ জন ছাত্রছাত্রীর মধ্যে তাহোমিন তাবাসসুম আনাজ প্রথম ও আরিফুল ইসলাম আপন দ্বিতীয়, দ্বিতীয় শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীতে ৫২ জন ছাত্রছাত্রীর মধ্যে তাসনুভা জারিন প্রথম এস এম শাহীন কাদির দ্বিতীয় এবং প্রথম থেকে দ্বিতীয় শ্রেণীতে ৬৮ জন ছাত্র-ছাত্রী উত্তম, ভালো রেজাল্ট নিয়ে পাস করেছে। ফলাফল ঘোষণা শেষে প্রত্যেক শ্রেণীতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী ছাত্রীদের মাঝে পুরস্কার প্রদান করেন। এ সময় সকল অভিভাবক, শিক্ষক, ছাত্র-ছাত্রী ও সাংবাদিক উপস্থিত ছিলেন।