রেদওয়ান মামুন রতনপুর থেকে ॥ কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের ২৫ নং পীর গাজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠটির একপাশে পানি থাকায় শিক্ষার্থীদের খেলাধুলা ও চলাফেলা বিঘ্নিত হচ্ছে। সরজমিনে দেখা যায় বর্ষা মৌসুম ছাড়াও শুকনা মৌসুমে মাঠটির নিচু অংশে হাঁটু পানি থাকে। অবসর সময়ে কোমলমতি শিশুদের একদিকে খেলাধুলা করতে যেমন অসুবিধা হচ্ছে অপরদিকে জাতীয় সংগীত অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ব্যর্থ হচ্ছে। অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও কাটুনিয়া রাজবাড়ী কলেজের প্রভাষক শফিক আহমেদ দবির ও প্রধান শিক্ষিকা মাজিদা পারভীন এ প্রতিনিধিকে জানান মাঠটির নিচু অংশে ছিল পুকুর। ১০ বছর আগে নিজস্ব অর্থায়নে কিছু অংশ বালিতে ভরাট করা হলেও জায়গাটি এখনো নিচু থাকায় পানি বদ্ধ হয়ে আছে। ফলে এডিস মশা সহ সাধারণ মশার উৎপন্ন স্থানে পরিণত হয়েছে। আর নোংরা পানির দুর্গন্ধে পরিবেশ হচ্ছে দূষিত। মশার কামড়ে শিক্ষক ছাত্রছাত্রীরা চুলকানি রোগে আক্রান্ত হচ্ছে অনেকে। আর খেলার সময় কোমলমতি শিশুরা পানিতে যাওয়া বল আনতে যেয়ে নোংরা পানিতে ভিজে নানা জটিল রোগ আক্রান্ত হচ্ছে। দ্রুত মাঠটি সংস্কারে সরকার ও কমিটির কাছে আর্থিক বরাদ্দের দাবি অভিভাবক ও সচেতন মহলের। অত্র এলাকার ইউপি সদস্যা ললিতা মন্ডলের কাছে পুকুরটি ভরাটের বিষয়ে জানতে চাইলে তিনি জানান পুকুরটি ভারাট করার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট আর্থিক সাহায্যের জন্য চেষ্টা করবেন।