মথুরেশপুর প্রতিনিধি \ কালিগঞ্জের সিমান্তবর্তী পীর হযরত বুলাহ্ সৈয়দ (রঃ) পাক মাজার শরীফে ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এ্যাডহক কমিটির সার্বিক ব্যবস্থাপনা গতকাল দিনব্যাপী উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর পীরের মাজারে সদস্যদের লিখিত মতামতের মাধ্যমে রেজাউল করিম সভাপতি ও আলহাজ্জ আনছার আলী সাধারণ সম্পাদক মনোনীত হন। নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলাম গাজী, সহ-সভাপতি ইউপি সদস্য) আরিজুল ইসলাম, কোষাধ্যক্ষ সাদ্দাম হোসাইন, সদস্য শেখ শরিফুল ইসলাম শরীফ, রফিকুজ্জামান রুমি গাইন, শাহ আলম গাজী, আরাফাত হোসেন, আমিনুর রহমান খাঁন, মোক্তার আলী গাজী, আছানুর রহমান খাঁন, শেখ আলাউদ্দিন সোহেল, শেখ রবিউল ইসলাম, আব্দুলাহ আল মামুন, আশরাফুল ইসলাম ও আব্দুল আজিজ। মতামত গ্রহণের পর গণনা শেষে রাতে ফলাফল ঘোষনা করেন মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মু্ক্িতযোদ্ধা মোঃ আব্দুল হাকিম। এ সময় নতুন কমিটির নেতৃবৃন্দের হাতে মাজারের গঠনতন্ত্র বই তুলে দেয়া হয়। পরে তাদের শপথ বাক্য পাঠ করান পীর হযরত বুলাহ্ সৈয়দ (রঃ) পাঞ্জেগানা মসজিদের ইমাম মৌলভী আব্দুল ওহাব গুলজারী।