মথুরেশপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জের মথুরেশপুরে পানি নিষ্কাশনের ড্রেন নির্মান উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ৮টায় ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারে নির্মাণ কাজ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম। উদ্বোধনকালে তিনি সাংবাদিকদের জানান, সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার মহোদয়ের বিশেষ তহবিল থেকে প্রাপ্ত অনুদানের ১২ লক্ষ টাকা ব্যায়ে নাজিমগঞ্জ হাট-বাজারে পানি নিষ্কাশনের ড্রেন, বসন্তপুর রিভার ড্রাইভ ইকো পার্ক সংলগ্ন ড্রেন নির্মাণ, দুদলী ও শীতলপুরে ইটের সোলিং করনের কাজ শুরু করা হয়েছে। জনগণের দুর্ভোগ লাঘব করতে দ্রুত সময়ের মধ্যে এগুলো সম্পন্ন করা হবে। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবর রহমান, ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোদাচ্ছের রহমান, ইউপি সদস্য আরিজুল ইসলাম, নূর মোহাম্মদ মোলা, শিক্ষক নবীন চন্দ্র লস্কর, সমাজসেবক আবুল হোসেন সহ বাজারের ব্যবসায়ীরা। এর আগে সকাল ৭টায় ইউনিয়নের বসন্তপুর ঢালীপাড়া জামে মসজিদ সংলগ্ন পুকুরে নিজস্ব অর্থায়নে পাকা সিঁড়ি নির্মাণ কাজ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান। প্রায় ৭০ হাজার টাকা ব্যায়ে সিঁড়িটি নির্মাণ হলে মসজিদের মুসলীবৃন্দ সহ এলাকার শত শত সাধারণ মানুষ উপকৃত হবে।