কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় পুকুরে গোসল করতে গিয়ে স্বপন হোসেন (৫০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭জানুয়ারী) বেলা ২টার দিকে উপজেলা পরিষদ পুকুরে তিনি গোসল করতে যান। এসময় তিনি মাথা ঘুরে পুকুরের পানিতে পড়ে যান। সাথে সাথে স্থানীয় কলারোয়া সরকারী হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত্যু বলে ঘোষণা করেন। নিহত স্বপন হোসেন পৌর সদরের পশুহাট এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।