বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার আটুলিয়াতে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে ফারহানা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে সাতক্ষীরা আশাশুনি উপজেলার সালখালি গ্রামের ফজর আলী সরদারের কন্যা। ঘটনা ও পারিবারিক সূত্রে জানাযায়, শিশু ফারহানা কিছুদিন আগে উপজেলার আটুলিয়া ইউনিয়নের ভড়ভোড়িয়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে। গতকাল ৫ আগস্ট শুক্রবার সে নানার বাড়ি পাশে একটি পুকুরপাড়ে খেলা করছিল। বেলা সাড়ে ১২টায় তাকে পুকুর পাড়ে খেলতে না দেখে তার নানি খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানির নিচ থেকে শিশুকে উদ্ধার করে স্বজনেরা। উদ্ধারপূর্বক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।