বিশেষ প্রতিনিধি \ আশাশুনি নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশু আলিফের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় আশাশুনি সদরে এ ঘটনা ঘটে। মৃত্যু শিশু সাতক্ষীরা শহরের সুলতানপুর গ্রামের রুমি ইসলামের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম শাহজাহান আলীর মেজ ভাইয়ের নাতি সাতক্ষীরা সুলতানপুর গ্রামের রুমি ইসলামের ছেলে আলিফ (৯) ঈদের সময় নানাবাড়ি বেড়াতে আসে। শুক্রবার বিকালে বন্ধুদের সাথে খেলা শেষে সন্ধ্যায় পার্শ্ববর্তী একটি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। বন্ধুরা অন্ধকারে তাকে খুজে না পেয়ে বাড়িতে খবর দেয়। লোকজন ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিন রাতে ঈশার সালাতের পর শিশুর প্রথম নামাজে জানাযা শেষে মৃতদেহ সাতক্ষীরা পিত্রালয়ে পাঠানো হয়। শনিবার সকালে ২য় বার জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।