বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীতে জমিজমা সংক্রান্ত বিরোধে পুত্রের হাতে পিতা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা সুত্রে জানাযায়, গতকাল শুক্রবার বেলা ১২টায় জমি জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে কথা কথা কাটাকাটির এক পর্যায়ে উপজেলার বুড়িগোয়ালিনী আবাদচন্ডিপুর গ্রামের মৃত ওসমান মোলার পুত্র শওকত মোলা (৭২)কে কোদাল দিয়ে পিটিয়ে আহত করে তারই বড় পুত্র শুকুর আলী মোলা। পুত্র শুকর মোলার হাতে থাকা কোদাল দিয়ে পিতা শওকত মোলার শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি আঘাত করে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা পিতা শওকত মোলাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে, কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি দেখে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরিবারের পক্ষ থেকে জানান, আহত শওকত মোলার কিছুক্ষণ পর পর খিচুনি হচ্ছে, অচেতন অবস্থায় আছে, এখনো কথা বলেনি। এই অমানসিক ঘটনায় এলাকাবাসীর পক্ষ থেকে হামলাকারী শুকুর আলীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। তাকে এমন শাস্তি দেওয়া দরকার যা দেখে আগামীতে কোনো সন্তান যেন তার পিতার সাথে এ ধরনের আচরণ করার সাহস না পায়। পুত্র শুকুর আলী মোলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।