বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়নগরে মন্দির ভিত্তিক স্কুলের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরা পুলিশ সুপারের সাথে খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় শ্যামনগরে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কর্মি টি এস অনুষ্ঠিত তালায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত সাতক্ষীরায় বিজয় দিবসে সদর উপজেলা বিএনপির র্যালি কলারোয়ায় টালি মালিক সমিতির নব—কমিটি গঠন সভাপতি গোষ্ট পাল ও সাধারণ সম্পাদক তুহিন সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত আশাশুনি রিপোর্টার্স ক্লাব ও আশাশুনি থানার বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ নুসরাতের নৃশংস হত্যাকারী জনির ফাঁসির দাবীতে মানববন্ধন আশাশুনি আশার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

পুত্র ও পুত্রবধুদের অত্যাচারে ঝিকরগাছার বৃদ্ধ নওশের চুকনগরে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

চুকনগর প্রতিনিধি \ ঘরছাড়া এক বৃদ্ধ। বয়স ১০৭ বছর। নাম নওশের আলী সরদার,বাড়ী যশোরের ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রামে। গত শনিবার থেকে চুকনগর বাসষ্ট্যান্ড জামে মসজিদে অবস্থান করছেন তিনি। বয়সের ভারে ন্যুয়ে পড়া বৃদ্ধের সব কথা বোঝা যাচ্ছে না। তবে যেটুকু জানা গেছে,তিনি ৬ পুত্র আর ২ কন্যার জনক। ছেলে আর পুত্রবধুদের অত্যাচার সইতে না পেরে একবুক কষ্ট নিয়ে বাড়ি ছেড়েছেন। ছেলেদের সামনেই পুত্রবধুরা তার সাথে চরম দুর্ব্যবহার করে বলে জানান। ছেলেরা যে একেবারে অস্বচ্ছল তাও নয়,৬ ছেলের একজন একজন সেনাবাহিনীতে চাকরী করেন। একজন বিদেশে থাকে,দুইজন বিদেশ ফেরত,আর দুই ছেলে চাষাবাদ করে। তার সহায় সম্বলও কম ছিলনা, কান্না জড়িত কন্ঠে বৃদ্ধ জানান,শুধু বাড়ির জমি হল ১.৫ একরের মত,আরো সম্পত্তি আছে। কিন্তু সব সম্পত্তি ছেলেরা তার কাছ থেকে লিখে নিয়েছে।রোববার সকালে উক্ত বিষয়টি জানার জন্য ঝিকরগাছার এক সংবাদ কর্মীর মাধ্যমে বিস্তারিত তথ্য সংগ্রহ করে তার বড় ছেলে আব্দুর রাজ্জাকের ব্যবহৃত মুঠোফোনে (০১৯৪২৬৫৬৯২৯)যোগাযোগ করা হয়। কিন্তু আব্দুর রাজ্জাক উল্টো পিতাকেই দোষারোপ করেন এবং পিতাকে ফিরিয়ে নিয়ে যেতে অনীহা প্রকাশ করেন।এরপর ঝিকরগাছা থানার ওসির সাথে কয়েক দফা কথা বলার পরে রাত ৯টার তিনি বলেন, তাদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল তারা আগামীকাল সোমবার তাকে নিয়ে আসবে। কিন্তু গতকাল সন্ধ্যা সাড়ে ৬ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নওশের আলীর খোঁজে কেউ আসেনি বলে জানান চুকনগর বাসষ্ট্যান্ড জামে মসজিদের ঈমাম ও খতিব মুফতি ইউসুফ আজাদী। এ বিষয়ে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন,আমি এইমাত্র জানলাম এখন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। বৃদ্ধ নওশের আলী চুকনগর বাসষ্ট্যান্ড জামে মসজিদে অবস্থান করছেন এবং তার দেখভাল করছেন মসজিদের ঈমাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com