স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা পৌরসভার ৩নং ওয়ার্ডে আরসিসি ঢালাই রাস্তার কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব কাজী ফিরোজ হাসান। তিনি গতকাল সকালে শহরের পুরাতন সাতক্ষীরায় এলাকায়। আরসসিসি ঢালাই রাস্তার নির্মান কাজের পরিদর্শন কালে মেয়র বলেন, সঠিক নিয়ম অনুযায়ী রাস্তার কাজ করতে হবে। পৌর বাসীর দুর্যোগ লাঘবে শহরের বিভিন্ন এলাকায় রাস্তা, ড্রেন নির্মান করা হচ্ছে। এসময় অন্যান্যদের মধ্যে উপসিথত ছিলেন ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, সাংবাদিক কাউন্সিলর নুরজাহান করিম, সহকারী প্রকৌশলী কামরুল আক্তার, উপ সহকারী প্রকৌশলী মহব্বত হোসাইন, কামরুজ্জামান শিমুল সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। উল্লেখ্য কেভিড-১৯ প্রকল্পের আওতায় পুরাতন সাতক্ষীরা শেখ ফিরোজ আহমেদের বাড়ি হতে দারুস সালাম মসজিদ পর্যন্ত ২৬০ মিটার ঢালাই রাস্তা প্রায় ২০ লক্ষ্য টাকা ব্যায়ে নির্মিত হচ্ছে।