স্টাফ রিপোর্টার ঃ পুরাতন সাতক্ষীরা দক্ষিনপাড়া আহলে হাদীস জামে মসজিদের ২য় তলা ছাদ ঢালাইয়ের কাজ উদ্বোধন করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় মসজিদের সভাপতি মাওলানা আব্দুল আলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ছাদ ঢালাইয়ের কাজ উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মো: আশরাফুজ্জামান আশু। এ সময় তিনি বলেন, মসজিদ ও মাদ্রাসা আল্লাহর ঘর। এখানে দান করলে বিফলে যায়না। মসজিদের উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদের উপদেষ্টা প্রফেসর মোজাম্মেল হোসেন, সহ সভাপতি এড. আব্দুর রাজ্জাক, সাধারন সম্পাদক রবিউল ইসলাম, প্রকৌশলী আব্দুল হামিদ, প্রকৌশলী নাদিম, কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, সাবেক কাউন্সিলর আব্দুস সেলিম, আনিছুর রহমান, মো: নিজাম উদ্দিন, আব্দুল গনি, আনোয়ার হোসেন চান্দু, প্রভাষক হাবিবুল্লাহ, ড. রবিউল ইসলাম, প্রভাষক মাসুম বিল্লাহ গালিব, প্রভাষক সিরাজুল ইসলাম, আব্দুল গফুর, এনামুল ইসলাম মিতুল, প্রমুখ। এছাড়া মসজিদের কমিটির সদস্য ও এলাকার ধর্মপ্রান মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন মাওলানা এসএম ওবায়দুল্লাহ গজনফর।