দৃষ্টিপাত ডেস্ক ॥ গাজায় ইসরাইলি বাহিনীর মরন পন হামলা, ফিলিস্তিনিদেরকে গণহতা পরিচালনা করলেও স্বস্তিতে নেই দখলদার বাহিনী। প্রতিদিনই তারা তাদের সেনা হারাচ্ছে এবং উল্লেখযোগ্য সংখ্যক সেনা আহত হচ্ছে। এমন কোন দিন নেই, এমন কোন সময় নেই যে দিনে বা সময়ে গাজায় দখলদার ইসরাইলি বাহিনী ফিলিস্তিনিদেরকে হত্যা করছে না। গতকালও রাফায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে দখলদার বাহিনী গাজার জনবহুল, ব্যবসা প্রধান এবং অর্থনীতিতে স্বচ্ছল হিসেবে রাফা শহরের পরিচিতির শেষ নেই। বিশ্ব নেতৃত্ব রাফায় গণহত্যা ও অভিযানের বিরুদ্ধে সোচ্চার হলে গাজার অন্যান্য এলাকাগুলোর মতো রাফাতেও চলছে গণহত্যা। ইতিমধ্যে বিশ্ব রাজনীতিতে বরাবরই নিরব থাকা চীন রাফায় গণহত্যার বিরুদ্ধে সোচ্চার অবস্থান নিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে রাফায় গণহত্যা বন্ধের আহবান জানানোর পাশাপাশি অবিলম্বে গাজা সিটিতে হামলা বন্ধের আহবান জানিয়েছেন। এদিকে গাজার সামগ্রীক পরিস্থিতি এমন পর্যায়ে পৌছেছে যে সারা গাজা আশ্রয় শিবিরে পরিনত হয়েছে। ঐতিহ্যবাহী সমৃদ্ধ নগরী খ্যাত গাজার সর্বত্র ধ্বংসলীলা আর বসতবাড়ীর নিশ্চিহৃ হওয়ার বাস্তবমূর্তি। যে খানে এতোদিনে প্রাণের উচ্ছ্বাস ছিল, ফিলিস্তিনিরা আনন্দ উৎসবে মেতে থাকতো, সেই এলাকাগুলোতে আজ শশ্মানের কোথাও প্রাণের স্পন্দন নেই। সড়ক, হাসপাতাল, বসত বাড়ীর ধ্বংস স্তুপের নিচে সর্বত্র মৃত ফিলিস্তিনিদের কবর, এখনও পর্যন্ত গাজার বিভিন্ন এলাকাতে ফিলিস্তিনিদের মৃত দেহ ছড়িয়ে ছিটিয়ে আছে আর সংগ্রহ পরবর্তী গণ কবরে সমাহিত করা হচ্ছে। গতকাল ও দখলদার বাহিনীর হামলায় দুইশতাধীক নিরীহ ফিলিস্তিনির নিহত হওয়ার ঘটনা ঘটেছে। গাজার বিশেষ করে মধ্য গাজার একাধিক এলাকা হতে ইসরাইলি বাহিনীর সদস্যরা বলে যাওয়ায় সেই সকল এলাকাগুলোতে ফিলিস্তিনি পুলিশ ও বেসামরিক চাকুরিজীবিরা কাজ করছে। বিশেষ করে গাজা পুনঃগঠনে এবং গাজার যে সকল এলাকা হতে মৃত্যু ভয়ে পালিয়ে যাওয়া ফিলিস্তিনিদের ঘরবাড়ি ও ধন সম্পদ পাহারা দিচ্ছে। গতকাল ফিলিস্তিনি ও গাজা পুনঃগঠনে কর্মরতদের উপর দখলদার ইসরাইলি বাহিনী বিমান হামলা চালিয়েছে। গতকাল বিমান হামলা চালিয়ে গণহত্যার পাশাপাশি ইসরাইলি সেনাবাহিনী উল্লেখযোগ্য সংখ্যক ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে। দখলদার হামলায় গত পাঁচ মাসে অন্তত শতাধীক সাংবাদিক নিহত হয়েছে। ইসরাইলি বাহিনীর গাজা উপত্যকায় ও গাজায় কর্মরত সাংবাদিকদের উপর বেজায় ক্ষোভ কারন তাদের গণহত্যা ও নৃশংষতা কেবলমাত্র সাংবাদিকদের কল্যানে বিশ্ববাসি তথা বিশ্বের শত শত কোটি মানুষ প্রত্যক্ষ করছে। বিধায় তাদের অন্যতম প্রধান তার্গেট সাংবাদিক। এদিকে গতকালও দখলদার বাহিনী গাজা সীমান্ত একাধিক ত্রানবাহী যানবাহন আটকে দিয়েছে। ত্রান সামগ্রী বহন করা গাড়ী গুলো ঢুকতে দেইনি, গাজাকে মসজিদের শহর বলা হতো, যুগের পর যুগ গাজার মসজিদ গুলোতে ফিলিস্তিনি মুসলমানরা নামাজ আদায় করতো। গত সাত অক্টোবরের পর থেকে দখলদার ইসরাইলি বাহিনী গাজার অধিকাংশ মসজিদ ধ্বংস করেছে। গাজার ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ হতে জানানো হয়েছে দখলদার ইসরাইলি বাহিনী গতকাল পর্যন্ত একশত সাতচল্লিশটি মসজিদ ধ্বংস করেছে। গতকালও সাধারন ইসরাইলিরা ইসরাইলের রাজধানী তেল আবিব সহ একাধিক শহরে বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীদের দাবী সাত অক্টোবরের হামাসের হাতে পন বন্দী ইসরাইলিদেরকে মুক্তি করতে ব্যর্থ হচ্ছে ইসরাইল সরকার। গতকাল একযোগে দেশটির প্রধানমন্ত্রীর দপ্তরের সামনে, পার্লামেন্ট ভবন চত্বরে ও স্বররাষ্ট্র মন্ত্রণালয় চত্বরে বিক্ষোভ দেখিয়েছে ইসরাইলিরা, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পক্ষ হতে ঘোষনা দেওয়া হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলকে কোন ধরনের অস্ত্র সহযোগিতা প্রদান করবে না। গাজার ব্যাংক গুলো হতে দখলদার ইসরাইলি বাহিনীর সদস্যরা ডলার লুট করায় গাজার অর্থনীতিতে চরম দুরবস্থা বিরাজ করছে কোন অবস্থাতেই ফিলিস্তিনিরা বর্তমান নাজুক ও মানবেতর অবস্থা হতে বেরিয়ে আসতে পারছে না।