স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, সদরের বাশদহা পাচরখী গ্রামের আজিজুল ইসলামের পুত্র মমিনুর রহমান, একই এলাকার মৃত আজহার রহমানের পুত্র এনামুল হক, ও মোকলেছুর রহমান পুত্র মাসুদ রানা। সদর থানার ওসি মোহাম্মদ গোলাম কবির জানান, কদমতলা বাজারের ঔষধ ব্যবসায়ী নাছিম আলী দোকান বন্ধ করে মঙ্গলবার রাতে বাসায় যাওয়ার পথে কাশেমপুর স্টোন ইট ভাটার এলাকায় পৌছালে তাকে গতিরোধ করে ছুরি দেখাইয়া টাকা ও মটর সাইকেল ছিনতাইয়ের চেষ্টা করে। ঔষধ ব্যবসায়ী ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ছিনতাইকারীদের আটক করে সদর থানা পুলিশের কাছে সোপর্দ করে। একই সাথে তাদের কাছ থেকে মটর সাইকেল ও মোবাইল উদ্ধার করা হয়েছে। এঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে।