কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরাা কলারোয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় নারী-পুরুষসহ ১৫ জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্য়ন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। আটকৃতরা হলেন -উপজেলার চন্দনপুর গ্রামের মৃত কিনুলাল মন্ডলের ছেলে সুকচাঁদ (৩৪), কাকডাঙ্গা গ্রামের আব্দুল মজিদ দালালের ছেলে জাহাঙ্গীর হোসেন বাবলা (৩২),গাজনা গ্রামের জামালের মেয়ে তাসলিমা খাতুন (২৮), ছলিমপুর গ্রামের নুর আলীর ছেলে মহিদুল ইসরাম (৩১),কেঁড়াগাছি গ্রামের কামাল উদ্দীনের ছেলে মাসুদ রানা তাজু (২৬) শ্রীহরিপুর গ্রামের করিমবক্সের ছেলে নুর ইসলাম (৫০), ভাদিয়ালী গ্রামের আফিলের ছেলে সহিদুল ইসলাম (৩৫). গোয়ালচাতর গ্রামের জালালের চেলে শওকত (২৩) ও রুস্তম (২৭), পাচনল গ্রামের আজিজের ছেলে আনিছ (৩৪), ভিখালী গ্রামের ইমানের ছেলে আমির হোসেন (৩৮)লাঙ্গলঝাড়া গ্রামের আসাদুরের স্ত্রী মঞ্জুয়ারা (৩৫), জিয়াউরের স্ত্রী রেহেনা খাতুন (৪৪), হামিদের স্ত্রী মনোয়ারা খাতুন (৩২) ও গয়ড়া গ্রামের হযরত আলীর ছেলে আনোয়ার হোসেন (৩৩)। কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোহা. মোস্তাফিজুর রহমান জানান, কলারোয়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয় ২০০ গ্রাম গাজাঁসহ একজন এবং অন্যরা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী হওয়ায় তাদেরকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।