কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশের অভিযানে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জিআর ওয়ারেন্ট ভুক্ত ০৫ (পাঁচ) জন এবং সিআর ওয়ারেন্ট ভূক্ত ০১ (এক) জনসহ ৬ পলাতক আসামীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোর রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- জিআর ওয়ারেন্ট ভূক্ত আসামী উপজেলার বড় খোরদো গ্রামের রিয়াজুল ইসলামের পুত্র সাইদুর রহমান, সজিব হোসেন, একই গ্রামের সিরাজুল ইসলামের পুত্র মোঃ আলমগীর হোসেন (১৯), রিয়াজুলের পুত্র সাকিব আল হাসান (১৭), মনিরুল ইসলামের পুত্র আব্দুলাহ(২৬), ঝাপাঘাট গ্রামের মৃত জেহের আলী পাড়ের মোঃ হযরত আলী (৫০), এবং সিআর এর আসামী ভাদীয়ালী গ্রামের আয়জুদ্দিন সরদারের পুত্র সাজু সরদার। এ বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা গঠনার সত্যতা স্বীকার করে বলেন আটককৃতদেরকে সাতক্ষীরা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।