বিশেষ প্রতিনিধি \ আশাশুনিতে থানা পুলিশের বিশেষ অভিযানে ধর্ষণ মামলার আসামীসহ বিভিন্ন মামলায় ৮ আসামীকে গ্রেফতার করা হয়েছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) এর নেতৃত্বে বৃহস্পতিবার রাতে অভিযান পরিচালনাকালে, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রফিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় ধর্ষন মামলার আসামী বুধহাটা ইউনিয়নের পাইথালী গ্রামের দুলাল নাথ এর ছেলে তাপস নাথ (৩৮), এস আই সোহেল সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় ননজিআর মামলার আসামী দরগাহপুর ইউনিয়নের খাসবাগান গ্রামের আবুল কালাম গোলদার এর ছেলে আলীম গোলদার (১৯), এস আই মিঠুন মন্ডলসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় নিয়মিত মামলার আসামী কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের মোকসেদ সরদারের ছেলে রফিকুল সরদার (৫০) ও আব্দুর রহিম সরদারের ছেলে রায়হান সরদার (২৪), আনুলিয়া ইউনিয়নের সিআর মামলার আসামী কাকবাসিয়া গ্রামের সামাদ মিস্ত্রীর ছেলে মোঃ শরিফুল মিস্ত্রী (৩৫) ও এনজিআর মামলার আসামী আবুল কাশেমের ছেলে মোঃ জিয়াউর রহমান (৩৫), এএসআই মোজাফফর সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় শোভনালী ইউনিয়নের বসুখালী গ্রামের আব্দুল বারী গাজী’র ছেলে মোঃ ইয়াইয়া গাজী ওরফে ইয়া খান, এসআই ইমরান হোসেনসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় জিআর মামলার আসামী কাকবাসিয়া গ্রামের ফজলু সরদারের ছেলে মোঃ আছাফুর রহমান (৩১)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।