স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা সদর থানা পুলিশের পৃথক অভিযানে ১ কেজি ২৫০ গ্রাম গাজা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল পৃথক সময়ে সদরের ভাদড়া ও বৈকারী এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকাল ১০ টায় ৪৫ মিনিটে সদর থানা পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে ভাদড়া গোডাউন মোড় টু আড়ুয়াখালী রোডস্থ জনৈক রহমদ্দীন গাজীর বসত বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে আসামী ইয়ারুল ইসলাম(৩৯)কে আটক পূর্বক তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সে সাতানী (দহপাড়া) এলাকার আঃ বারী মোল্লার পুএ। অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে ২ ডিসেম্বর ১১ টায় ৪৫ মিনিটে সদর থানা পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে ভোমরা স্থলবন্দরের পার্কিংয়ের সামনে পাকা রাস্তার উপর থেকে আসামী মোঃ জুলফিকার(২৩) কে আটক পূর্বক তার কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সে শ্যামনগর উপজেলার রমজান নগর গ্রামের মোঃ ফজর আলীর পুত্র। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ৩৮,০০০/-হাজার টাকা। আসামীদের বিরুদ্ধে সদর থানায় মামলা পূর্বক তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সদর থানার ওসি মোঃ মহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।