বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেবহাটায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন মুহাদ্দিস রবিউল বাসার শ্যামনগরে বিএনপি’র দু—গ্রুপের সংঘর্ষ,রণ ক্ষেএ, ১৪৪ ধারা জারী, ভাংচুর,সদস্য সচিব অবাঞ্চিত ঘোষনা,সেনা পুলিশ উপস্থিতি রংপুর বিভাগে আবারও শৈত্যপ্রবাহ, বেড়েছে শীতজনিত রোগ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস আলম রপ্তানি পণ্যে হিসেবে নতুন মাত্রা যোগ করেছে কৃষিপণ্য খুলনা সদর থানার ওসির অপসারণ দাবি বিএনপির হাসিনার আমলে লুট হয় ১৭ বিলিয়ন ডলার ফিনল্যান্ডের রাষ্ট্রপতিকে ড. ইউনূস অপরাধের দায় স্বীকার না করে আ. লীগ রাজনীতিতে ফিরতে পারবে না: প্রেস সচিব মহার্ঘ ভাতার সঙ্গে ভ্যাট বাড়ানোর সম্পর্ক নেই: অর্থ উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ

পুলিশ মানুষের নিরাপত্তার জন্য দিনরাত নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছেন কমিউনিটি পুলিশিং দিবসের সভার রবি এমপি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৫ নভেম্বর, ২০২৩

মীর আবু বকরঃ সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালি আলোচনা সভা কেক কাটাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ পালিত হয়েছে। “পুলিশ জনতা ঐক্য করি,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সাতক্ষীরা জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটির যৌথ আয়োজনে গতকাল সকাল ১০ টায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য নৌবীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি বলেন, সাতক্ষীরার মানুষ আগের চেয়ে বর্তমানে অনেক ভালো। তারা আর নাশকতা সহিংসতা করতে চায় না। সাতক্ষীরা সকল দিক থেকে সুন্দরভাবে চলছে। জেলায় কোথাও সমস্যা দেখা দিলে পুলিশ ও কমিউনিটি পুলিশ কাজ করলে কোন সমস্যা থাকবে না। পুলিশ মানুষের জান মালের নিরাপত্তার জন্য দিনরাত নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছেন। নিজেদের দায় পুলিশের উপর চাপানোর চেষ্টা করা যাবে না।এখন মানুষ পুরাতনকে ভুলে গিয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ভিষণ ২০৪১ গড়ার লক্ষ্যে কাজ করছে। দেশকে এগিয়ে নিতে প্রশাসন, পুলিশ সহ সকল জনগণ ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে। স্বাগত বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা। সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আলীগের সাধাঃ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমানউল্লাহ আল হাদী, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আছাদুজ্জামান বাবু। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব কাজী ফিরোজ হাসান, অতিঃ পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান, অতিঃ পুলিশ সুপার (ক্রাইম এন্ড অ্যাপস) মোঃ আমিনুর রহমান, অতিঃ পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আতিকুল ইসলাম, অতিঃ পুলিশ সুপার সদর সার্কেল মীর আসাদুজ্জামান, সদর থানার ওসি মোঃ মহিদুল ইসলাম, ডিবির ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ, ডিআইওঅন শেখ ইয়াসিন আলম চৌধুরী সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য, উপজেলা চেয়ারম্যান ও সকল থানার ওসি সহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক জনসাধারণ উপস্থিত ছিলেন। এর পূর্বে সকাল সাড়ে ৯ টায় সদর থানার সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে মিলিত হন। এসময় বেলুন ফেস্টুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ উদ্বোধন করেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন তালা থানার ওসি মোঃ মোমিনুল হক বিপিএম ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য এবং জেলা মহিলা আলীগের সাধাঃ সম্পাদক জ্যোৎস্না আরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com