এফএনএস: পরিবর্তন হচ্ছে পুলিশ, র্যাব ও আনসারের পোশাক। গত বছরের ৫ আগস্টের পর পুলিশের সংস্কারসহ তাদের পোশাক পরিবর্তন নিয়ে নানা আলোচনার পর অবশেষে সেটা বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর নতুন পোশাকের অনুমোদনের হতে পারে খুব শিগগিরই। ইতোমধ্যে ১৮টি পোশাক পরিহিত পুলিশ আনসার ও র্যাবের প্রতিনিধিদল বৈঠক করেছেন। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এখনও ৩১ হাজার ৬৪৮ জন অবৈধ বিদেশি বাংলাদেশে অবস্থান করছেন। ৩১ জানুয়ারির মধ্যে কেউ বৈধতা না নিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, দেশে গত ৩০ অক্টোবর পর্যন্ত অবৈধ বিদেশি নাগরিকের সংখ্যা ছিল ৪৯ হাজার ২৬৬ জন। তবে ১৮ জানুয়ারি ২০২৫ পর্যন্ত এ সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩১ হাজার ৬৪৮ জন। গত ১৪ জানুয়ারি পর্যন্ত অবৈধ নাগরিকদের কাছ থেকে ১০ কোটি ৫৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আমরা তাদের সময়সীমা বেধে দিয়েছিলাম। নির্ধারিত সময় অতিবাহিত হলে আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবো। এসব অবৈধ বিদেশিদের যারা কর্মসংস্থান করে দিচ্ছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।