স্টাফ রিপোর্টার ঃ পুলিশ সপ্তাহ ২০২৪ সম্মাননা পেলেন সাতক্ষীরার তিন পুলিশ কর্মকর্তা। বাংলাদেশের পুলিশের আয়োজনে বার্ষিক পুলিশ প্যারেডে বাজারবাগ পুলিশ লাইন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান কে বীরত্বপূর্ণ ও প্রশংসনীয় অবদানের জন্য বিপিএম (প্রেসিডেন্ট পুলিশ মেডেল) পদকে ভূষিত করেন। একই সাথে বাংলাদেশ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম (বার) পিপিএম সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মো: আমিনুর রহমান কে পেশাদারিত্ব, প্রশংসনীয় ও দৃষ্টান্তমূলক কর্মের স্বীকৃতিস্বরূপ ও সাতক্ষীরার থানার এসআই (নিঃ) তন্ময় মোহন্তকে চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, বীরত্বপূর্ণ ও প্রশংসনীয় অবদানের জন্য (আইজি ব্যাচ) পদকে ভূষিত করেন।