দেবহাটা অফিস ॥ দেবহাটার পুষ্পকাটিতে এক সন্তানের জননী স্বামী সহ স্বামী পরিবারের লোকজনের দ্বারা নির্যাতনের শিকার হয়ে অবশেষে দেবহাটা থানায় অভিযোগ করেছে নির্যাতনের শিকার গৃহবধু আরিফা খাতুনের পিতা সদর উপজেলা আলিপুরের তালবাড়ীয়া গ্রামের আব্দুল আলীম। ২০১৪ সালে পুষ্পকাটি গ্রামের আব্দুর রকিব সরদারের পুত্র আব্দুল হালিমের সাথে বিবাহ হয় আরিফা খাতুনের। এক কন্যা সন্তানের জননী আরিফা খাতুনের বিয়ের পর থেকে স্বামী সহ পরিবারের সদস্যরা যৌতুক দাবী করে আসছিল যে কারনে বিভিন্ন সময়ে শারিরিক নির্যাতন ও চালায় বলে জানান আরিফা খাতুনের পিতা আঃ আলিম, মেয়ের মুখের কতা চিন্তা করে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের উপঢৌকন দিয়েছেন। সম্প্রতি আবারও যৌতুকের দাবীতে নির্যাতন শুরু করলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মেয়ের চিকিৎসা করান পিতা আঃ আলীম, তিনি কন্যার উপর শারিরিক নির্যাতন ও যৌতুক দাবী কারিদের শাস্তি কামনা করে দেবহাটা থানায় অভিযোগ দায়ের করেছেন।