দেবহাটা অফিস \ সাতক্ষীরার প্রাথমিক বিদ্যালয়গুলোর পাঠদান, এবং পাঠদান পরিদর্শন, শিখন ঘাটতি পুরন এবং শিক্ষা কার্যক্রম ও বইবিতরন, শিক্ষকদের সাথে মত বিনিময়ের ধারাবাহিকতার অংশ হিসেবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাতক্ষীরার প্রাথমিক শিক্ষার বাতিঘর খ্যাত মোঃ রুহুল আমীন গতকাল দেবহাটার পুষ্পকাটি ও খাস খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান করলেন এবং শিক্ষকদের পাঠদান প্রত্যক্ষ করলেন। সকাল দশটায় শুরু করা পাঠদান দুপুর দুইটায় শেষ করেন। তিনি বাংলা রিডিং ইংরেজি, গনিত পাঠোর পাশাপাশি নৈতিকতা, স্বাস্থ্যবিধি নোখকাটা, মিথ্যা না বলা, শিক্ষকদের শ্রদ্ধা সম্মান করা, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, জাতির পিতা বঙ্গবন্ধুর আত্মত্যাগ আদর্শহীনতা সহ বহুবিধ বিষয়ে জ্ঞান দান করেন। করোনা কালীন পরবর্তি শিক্ষকদের শিখন ঘাটতি পুরনে শিক্ষকদের আন্তরিক ভাবে দায়িত্ব পালনে তিনি সন্তোষ প্রকাশ করেন। পাঠদান পরবর্তি শিক্ষকদের সাথে মত বিনিময় কালে প্রাথমিকের বাতিঘর সম্মানিত শিক্ষকদের স্মরন করে দিয়ে বলেন আজকের শিশুরা আগামী দিনের বাংলাদেশ। বিধায় সুখি, সমৃদ্ধি, জ্ঞানগর্ভে আলোকিত বাংলাদেশ সৃষ্টিতে আপনাদের ভূমিকা অনবদ্য। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার মুনীর আহমেদ প্রধান শিক্ষক তনিমা পারভীন, জহুরুল হক সহ অপরাপর সহকারী শিক্ষকগন।