আশাশুনি প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলা পুজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ ও সেক্রেটারী বিশ্বনাথ ঘোষ স্বাক্ষরিত পত্রে এ কমিটি ঘোষণা করা হয়। আহবায়ক কমিটির আহ্বায়ক করা হয়েছে প্রধান শিক্ষক নীলকন্ঠ সোম এবং সদস্য সচিব করা হয়েছে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভু চরণ মন্ডলকে। কমিটিতে উপজেলার সকল ইউনিয়ন থেকে কমপক্ষে একজন করে সদস্য নিয়ে ২৭ সদস্য বিশিষ্ট উপজেলা পূজা উদযাপন পরিষদ আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।