পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় পূর্ব বিরোধের জেরে ফোন করে ডেকে নিয়ে প্রকাশ্যে সালাম নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর জখম সালামকে এলাকাবাসী উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কালুয়া বাজারে (কয়রা-পাইকগাছা) প্রধান সড়কের উপরে। এঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার নং ৩৩/২৮/৯/২২ চিকিৎসাধীন সালাম জানান, গত ২৭ সেপ্টেম্বর সকাল ১০ টার দিকে আহম্মাদ আলী সরদারের ছেলে বাবুল সরদার আমাকে ফোন করে কালুয়া মোড়ে আসতে বলে আমি সরল বিশ্বাসে মোড়ে আসলে হঠাৎ করে মৃত ওয়াজেদ সরদারের পুত্র ভুট্টু সরদার ও মইজ উদ্দিন সরদার আমাকে দেশিয় অস্ত্র দিয়ে আমার মাথায় কোপ দেয়। আমি ঠেকানোর চেষ্টা করলে আমাকে রুম্মন সরদার, ডালিম সরদার আমার পিঠে ও কোমরে কোপ দেয়। আমার চিৎকারে এলাকাবাসী এসে তাদের হাত থেকে আমাকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। পরে ৪ জনের নাম উলেখ্য করে পাইকগাছা থানায় মামলা করেছি। কিন্তু এখনো কোন আসামি আটক হইনি। মামলার তদন্ত কর্মকর্তা ইমরাস হোসেন জানান, আসামিদের আটকের জোর চেষ্টা চলছে। আসামিরা পালাতক থাকায় একটু দেরি হচ্ছে।