কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা আ’লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন ও জেলা আ’লীগ নেতা উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু নেতৃত্বে পৃথকভাবে বিএনপি’র নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষাভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) সাড়ে ১১ টায় উপজেলা আ’লীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এই শ্লোগানে উজ্জিবীত হয়ে বি,এন,পি’র আস্তানা ও জামায়াত-শিবিরের আস্তানা জ্বালিয়ে দাও- পুড়িয়ে দেও, এমনি বিভিন্ন প্রতিবাদী শ্লোগানে মিছিলটি মুখরিত হয়ে ওঠে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, ইউপি চেয়ারম্যান মাহাবুবর রহমান মফে, যুবলীগ নেতা ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান নিশান, ইউপি চেয়ারম্যান সোহেল রানা, সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, পৌর আ’লীগ সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, আ’লীগ নেতা প্রধান শিক্ষক আজিজুর রহমান, মাস্টার জাহাঙ্গীর হোসেন, পৌর কাউন্সিলর মেজবাহ উদ্দীন নিলু, মাস্টার হাফিজুর রহমান, আব্দুর রউফ, যুব লীগ নেতা শেখ মাসুমুজ্জামান মাসুম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসিকুর রহমান মুন্না সহ আ’লীগ, যুবলীগ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সহযোগী সংগঠনের নেতা- কর্মীবৃন্দ। মিছিল শেষে পৌর সদরের চৌ-রাস্তা মোড়ে বিএনপি- জামায়াত- শিবিরের নৈরাজ্যের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। অপরদিকে বেলা সাড়ে ১২ টার দিকে জেলা আ’লীগ নেতা উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি পৌর সদরের গুরুত্বপূর্ন সড়ক প্রদিক্ষন করে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট- বোমা এই শ্লোগানে মুজিব সেনারা উজ্জিবীত হয়ে বি,এন,পি’র আস্তানা ও জামায়াত-শিবিরের আস্তানা জ্বালিয়ে দাও- পুড়িয়ে দাও,, এমনি বিভিন্ন প্রতিবাদী শ্লোগানে মিছিলটি মুখরিত হয়ে ওঠে। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ সভাপতি ইউপি চেয়ারম্যান স,ম মোরশেদ আলী, শেখ জাকির হোসেন, সাধারণ সম্পাদক আলিমুর রহমান, আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান আবুল কালাম, পৌর আ’লীগের সভাপতি আজিজুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মলিক রবি, পৌর কাউন্সিলর জি,এম শফিকুল ইসলাম, যুবলীগ নেতা পৌর কাউন্সিলর আসাদুজ্জামান তুহিন, আ’লীগ নেতা সরদার মশিউর রহমান, সরদার আনছার আলী, শ্রমিক লীগ নেতা আব্দুর রহিম, সাবেক যুবলীগ নেতা গোলাম সরোয়ার সহ আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতা- কর্মীবৃন্দ। মিছিল শেষে বিশ্বাস মার্কেটস্থ আ’লীগের অস্থায়ী কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।