সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন

পৃথিবীতে আমরা কেউ চিরস্থায়ী নই ফুলকোর্ট রেফারেন্স সভায় সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

এড. তপন কুমার দাস \ সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম বলেছেন এই পৃথিবীতে আমরা কেউ চিরস্থায়ী নই, আমরা এসেছি পরীক্ষা দিতে এবং এই পরীক্ষায় আমরা যেন পাশ করতে পারি। এজন্য আমাদেরকে মৃত্যুর আগে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। মৃত্যুর কোন বয়স বা সময় নেই, মৃত্যু চিরন্তন সত্য। গতকাল জেলা জজ আদালতের এজলাস কক্ষে আইনজীবী বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউনুস আলীর মৃত্যুজনিত ফুলকোর্ট রেফারেন্স সভায় তিনি সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রট মোঃ মাইনুদ্দীন সহ সাতক্ষীরা জজশীপ ও ম্যাজিস্ট্রেসির বিচারকবৃন্দ এবং আইনজীবী সমিতির আইনজীবীবৃন্দ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন এড. বাসারাতুল্লাহ আওরঙ্গী বাবলা। সভায় মরহুম এড. ইউনুস আলীর কর্মজীবন নিয়ে আলোচনা করেন, বারের সভাপতি এড. এম শাহ আলম, এড. আব্দুল মজিদ, এড. জিএম লুৎফর রহমান, এড. সৈয়দ ইফতেখার আলী, পিপি এড. আব্দুস সাত্তার, এড. ওসমান গনি, এড. তোজাম্মেল হোসেন তোজাম, এড. সোমনাথ ব্যানার্জি, এড. অজয় কুমার সরকার, এড. মোস্তফা নূরুল আলম ও এড. আবুবক্কর সিদ্দিক। পরে মোনাজাত পরিচালনা করেন, আইনজীবী সমিতির সদস্য এড. আব্দুস সামাদ। সমগ্র সভাটি পরিচালনা করেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. শেখ এমদাদুল ইসলাম। উল্লেখ্য মরহুম এড. ইউনুস আলী গত ৩১ মার্চ বিকাল ৩টায় সাতক্ষীরার সিবি হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহিৃ. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। ফুলকোর্ট রেভারেন্স শেষে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির হলরুমে এক স্মরণ সভার আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com