মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৪:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে এলেও কয়েকদিন পর্যবেক্ষণে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিন আগ্রাসনে অস্ত্রদাতাদের দেশেই স্বাধীনতার আওয়াজ উঠেছে: সাদ্দাম ইসরাইলের ভূখন্ডে হামাসের রকেট হামলা: রাফায় ইসরাইলি তান্ডব শুরু সাতক্ষীরায় জমি জমা নিয়া বিরোধ বড় ভাই কর্তৃক ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ সাতক্ষীরায় কাঙ্খিত বৃষ্টিপাত দেকা দিয়েছে ঃ জনমনে স্বস্তি সাতক্ষীরায় এনএসআই অভিযানে জব্দ কেমিক্যাল মেশানো অপরিপক্ক ২০ টন আম বিনষ্ট কালিগঞ্জ ছাত্রলীগের উদ্যোগে ফিলিস্তিনিদের পক্ষে পথসভা কপিলমুনিতে জেলা পরিষদের রাস্তার জায়গা দখল করে বিক্রয় ঃ অতঃপর উদ্ধার পাইকগাছায় বিভিন্ন প্রতিষ্ঠান ও সড়কের পাশে মরা গাছ যেন মরণ ফাঁদ আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চার প্রার্থীর মধ্যে মাঠের লড়াই জমে উঠেছে

পেট ফাঁপা ও গ্যাসমুক্ত হতে ৩ আসন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১২ জুলাই, ২০২৩

এফএনএস স্বাস্থ্য: কোরবানি ঈদের দিন থেকে শুরু করে এর পরের বেশ কয়েকদিন গ্যাস্ট্রিক ও পেট ফাঁপার সমস্যায় অনেকেই ভোগেন। এর কারণ হলো অতিরিক্ত মাংস ও ভারী খাবার খাওয়া।
এ সমস্যা সমাধানে মুঠো মুঠো গ্যাস্ট্রিকের ওষুধে ভরসা রাখেন সবাই। তবে চাইলে এ সমস্যার সমাধান করতে পারবেন মাত্র তিন যোগাসনে।
গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা প্রাপ্তবয়স্ক এমনকি শিশুদের মধ্যেও দেখা যায়। অতিরিক্ত খাওয়া বা অস্বাস্থ্যকর ভাজাপোড়া খাবারের কারণেই পেটে গ্যাস জমে।
আবার প্রাণীজ খাবার থেকে উদ্ভিদজাতীয় খাবার খেলেও এমন সমস্যা হয়। এর কারণ হলো শরীরে হঠাৎ করে উচ্চ ফাইবারযুক্ত খাবারের সংস্পর্শে আসে, যা স্বাস্থ্যের জন্য ভালো তবে গ্যাস কমানোর জন্য তেমন ভালো নয়।
এমন সমস্যার সমাধানে যোগব্যায়াম দারুণ কার্যকরী। এতে পাকস্থলীর গ্যাসকে আপনার পাচনতন্ত্রের মধ্য দিয়ে যেতে সাহায্য করতে পারে ও ধীরে ধীরে পেট ফাঁপার সমস্যা থেকে মুক্তি দিতে পারে।
কিছু যোগব্যায়াম আছে, যেগুলো ঘরে বসে করলেই দ্রুত পেট ফাঁপা এমনকি পেটে জমা গ্যাস থেকে মুহূর্তে নিস্তার পাবেন-
অর্ধ আপনাসন
এই আসন করতে প্রথমে সোজা হয়ে শুয়ে পড়ুন। তারপর একটি পা ভাঁজ করে বুকের ওপর উঠিয়ে আনুন। এ সময় আরেকটি পা সোজা করে সামান্য উঁচু করে রাখবেন। মাথাও উঁচু রাখবেন।
আর দু’হাত দিয়ে ভাঁজ করা পা ধরে রাখুন। এই ভঙ্গিতে থাকুন ৩-৫ মিনিট। একইভাবে অন্য পা নিয়েও একই ভঙ্গি করুন। দেখবে পেটের গ্যাস বেরিয়ে যাবে দ্রুত।
মালাসানা যোগ
এই আসন করতে দু’পায়ে ভর করে বসুন। শরীরের উপরের অংশ সোজা রাখবেন। তু’হাত নমস্কারের ভঙ্গিতে দুই হাঁটু বরাবর রাখুন। এভাবেই বসে থাকুন ৩-৫ মিনিট। এই আসন করার সময় গভীরভাবে শ্বাস নিন।
চক্রভাকাসন
এই আসন করা বেশ সহজ। এজন্য দু’হাতে ও হাঁটুতে ভর করে অনেকটা চতুষ্পদ জন্তুর মতো ভঙ্গি করুন। এবার ধীরে ধীরে শ্বাস নিতে নিতে পেট ভেতরের দিকে রাখার চেষ্টা করুন। এ সময় পিঠ অনেকটা গোলাকার হবে।
এরপর ধীরে ধীরে শ্বাস ছাড়ুন ও পিঠ সোজা করার চেষ্টা করুন। এই পদ্ধতি অনুসরণ করুন বেশ কয়েকবার। একটানা ৫ মিনিট এই যোগাসন করলেই দূর হবে পেটের গ্যাস। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com