শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সচিবালয়ে আগুন: তদন্ত কমিটির অনুসন্ধান শুরু টোল প্লাজায় অপেক্ষমাণ গাড়িতে বাসের ধাক্কা, ৫ জন নিহত ষড়যন্ত্রকারীরা জুলাই বিপ্লবের অর্জন নস্যাৎ করতে পারবে না: অ্যাটর্নি জেনারেল দুই মাসের মধ্যে একাধিক রাজনৈতিক দল গড়ে উঠবে: সারজিস জাতিকে বদলে দিতে আপনাদের অন্তরে যেন জায়গা পাই: জামায়াত আমির বিএনপির সংস্কার চায় না, এ কথাটি সঠিক নয়: মির্জা ফখরুল ৮দলীয় নক—আউট ক্রিকেট টুর্নামেন্টে মুনজিতপুর ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়ন সাতক্ষীরায় ইমদাদ ম্যাজিক ইংলিশ এর উদ্যোগে পুরস্কার বিতরণ দেবহাটায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহিদদের স্মরণে আলোকচিত্র প্রদর্শনী ও কাওয়ালী সন্ধ্যা দেবহাটা পাইলট হাই স্কুলে শিক্ষার্থীদের পুনর্মিলন ও কৃতিশিক্ষার্থীদের পুরস্কার প্রদান

পেরুতে ১২০০ বছর আগে বলি দেওয়া দেহাবশেষের সন্ধান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২

এফএনএস বিদেশ : পেরুতে ৮০০ থেকে ১ হাজার ২০০ বছর আগে বলিদান করা ৮টি শিশুর ও ১২টি প্রাপ্ত বয়স্ক ব্যক্তির দেহাবশেষের সন্ধান পেয়েছেন দেশটির প্রতœতাত্তি¡করা। দেশটির লিমার পূর্বে প্রাক-ইনকান কাজামারকুইলা কমপ্লেক্সে একটি বড় খনন কাজ পরিচালনার পর গত মঙ্গলবার এ তথ্য জানান তারা। খবর এনডিটিভি। দেহাবশেষগুলো একটি ভ‚গর্ভস্থ সমাধির বাইরে ছিল। যেখানে গত নভেম্বরে একটি প্রাচীন মমি খুঁজে পেয়েছিল পেরুর সান মার্কোস বিশ্ববিদ্যালয়ের গবেষক দল। যা ভ্রƒণের মতো করে ভিআইপি দড়ি দিয়ে আবদ্ধ করা হয় বলে মনে করা হয়েছিল। প্রতœতাত্তি¡ক পিটার ভ্যান ডালেন বলেন, মৃতদেহগুলোর কিছু মমি করা এবং অন্যান্যের কঙ্কালগুলো প্রাচীন প্রাক-হিস্পানিক রীতি অনুযায়ী কাপড়ের বিভিন্ন স্তরে মোড়ানো ছিল। সম্ভবত এসব দেহগুলো মূল মমির সঙ্গে উৎসর্গ করা হয়েছিল। তিনি আরও বলেন, ‘মৃত্যুর পরও জীবনের বিশ্বাসী ছিল ওই জনগোষ্ঠীর মানুষরা। পৃথিবীর ন্যায় একটি বিশ্বে মৃতরা বাস করে বলে ধারণা করতেন তারা। মৃত ব্যক্তিদের আত্মা জীবিতদের রক্ষাকারী বলে বিশ্বাস ছিল তাদের।’ভ্যান ডালেন আরও বলেন, ‘এই কবরের সঙ্গে ১৭০০ সালের শাসক সিপানের সমাধির মিল পাওয়া যায়। তার সমাধি থেকে শিশু ও প্রাপ্ত বয়স্ক ব্যক্তিদের দেহাবশেষ পাওয়া যায়। শাসককে উৎসর্গ করে তাদের কবর দেওয়া হয়েছিল।’ পেরু হলো শত শত প্রতœতাত্তি¡ক নির্দশন ও সংস্কৃতির আবাসস্থল। যা ইনকা সা¤্রাজ্যের আগে এবং পরে গড়ে ওঠে। এটি ৫০০ বছর আগে দক্ষিণ ইকুয়েডর এবং কলম্বিয়া থেকে মধ্য চিলি পর্যন্ত মহাদেশের দক্ষিণ অংশে তাদের আধিপত্য বিস্তার করেছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com