শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৬:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আসাদুজ্জামানের সুমন আর নেই কালিগঞ্জে ইয়াবা মোটরসাইকেলসহ তিন জন আটক আশাশুনি এসএসসি ও সমমান পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ৯৯ আশাশুনিতে জেলা বিএনপির নেতৃবৃন্দের ভাঙন দূর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ খুলনা খান বাহাদুর আহছানউল্লা বিশ^বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠিত খুলনায় মেট্রোপলিটন পুলিশের কল্যাণ সভা অনুষ্ঠিত খুলনায় যৌথ অভিযানে জুযা খেলার সরঞ্জাম নগদ টাকা সহ ৪ জন আটক পানির অভাবে কাশিমাড়ীর সিংহভাগ জমি ধান চাষ থেকে বঞ্চিত বিষ্ণুপুর কলা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত কালিগঞ্জের মুকুন্দপুর দারুস সুন্নাত মাদ্রাসায় ইছালে ছওয়াব ওয়াজ মাহফিল ও হিজবুল্লাহ সম্মেলন

পোপ ফ্রান্সিসের অবস্থা সঙ্কটাপন্ন, বিশ^ব্যাপী প্রার্থনা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

এফএনএস আন্তর্জাতিক ডেস্ক: পোপ ফ্রান্সিসের অবস্থা এখনও ‘সঙ্কটাপন্ন’ বলে জানিয়েছে ভ্যাটিকান। হাঁপানি, নিউমোনিয়া, রক্তের জটিলতাসহ আরো বেশকিছু শারীরিক জাটিলতা নিয়ে তিনি ১০ দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন। বিশ^জুড়ে ক্যাথলিকরা ৮৮ বছর বয়সী এই ব্যক্তির আরোগ্য কামনা করেছেন। ভ্যাটিকান সিটি থেকে এএফপি এ খবর জানায়। গত শনিবার সকালে দীর্ঘ সময় ধরে শ^াসকষ্টের পর ফ্রান্সিসের আর কোনো শ^াসকষ্ট হয়নি। তবে ভ্যাটিকান সিটির কেন্দ্রীয় গভর্নিং বডি হলি সি এক আপডেটে জানিয়েছে, তিনি নাকের ক্যানুলার মাধ্যমে ‘উচ্চ—প্রবাহ’ অক্সিজেন গ্রহণ করছেন। এক বিবৃতিতে বলা হয়, পোপের রক্তে প্লাটিলেটের সংখ্যা অস্বাভাবিক নেমে যাওয়ায় ‘থ্রম্বোসাইটোপেনিয়া’ দেখা দেওয়ায় তাঁর শরীরে দুই ইউনিট ‘লোহিত রক্তকণিকা’ দেওয়া হয়। পরবর্তীতে তাঁর অবস্থা স্থিতিশীল হয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, তবে, কিছু রক্ত পরীক্ষায় প্রাথমিক, হালকা, কিডনি ব্যর্থতা দেখা গেছে, যা বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ২০১৩ সাল থেকে বিশ^ব্যাপী ক্যাথলিক চার্চের নেতা পোপ ফ্রান্সিসকে ১৪ ফেব্রুয়ারি শ^াসকষ্ট নিয়ে রোমের জেমেলি হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে তার ব্রঙ্কাইটিস ধরা পড়ে। পরে উভয় ফুসফুসে নিউমোনিয়া ধরা পড়লে শনিবার রাতে, ভ্যাটিকান প্রথমবারের মতো তার অবস্থা ‘সংকটাপন্ন’ বলে সতর্ক করে। পরবর্তীতে রোববার ভ্যাটিকান বলেছে, ‘পবিত্র পিতার অবস্থা এখনও সংকটজনক, তবে, গতকাল সন্ধ্যা থেকে তাঁর আর কোনো শ^াসকষ্টের সমস্যা দেখা দেয়নি।’ গত কয়েকদিন আগে তাঁর লিখিত ও রোববার প্রকাশিত একটি বার্তায়, ফ্রান্সিস হাসপাতাল কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন, তাঁর চিকিৎসার প্রতি তিনি আস্থাশীল। তিনি বলেন,‘আমি আত্মবিশ^াসের সাথে জেমেলি হাসপাতালে ভর্তি হয়ে প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যাচ্ছি। বিশ্রামও থেরাপির অংশ!’
প্রকাশিত একটি বার্তায় ফ্রান্সিস বলেছেন, ‘আমি আপনাদের কাছে আমার জন্য প্রার্থনা করার অনুরোধ করছি।’ শুভাকাক্সক্ষীরা জেমেলির বাইরে মোমবাতি রেখে আসছেন। ফ্রান্সিস সেখানকার দশম তলায় একটি বিশেষ পোপ স্যেুট থাকেন। ভ্যাটিকান বলেছে, তিনি রোববার সকালে একটি প্রার্থনায় অংশ নিয়েছেন। ইতালীর শিক্ষক ইলদে জিটো হাসপাতালে এএফপিকে বলেন, ‘আমি তার জন্য, তার স্বাস্থ্যের জন্য প্রার্থনা করছি, কারণ, তিনি আমাদের সকলের জন্য একজন বিশেষ ব্যক্তি।’ অন্যান্য খ্রিস্টান ও বিশ^ নেতাদের পাশাপাশি বিশে^র প্রায় ১.৪ বিলিয়ন ক্যাথলিকের পক্ষ থেকেও প্রার্থনা ও সংহতির বার্তা আসে। বুয়েনস আয়ার্সের ক্যাথেড্রালে ফ্রান্সিস একসময় আর্চবিশপ ছিলেন, সেখানকার পুরোহিত রোববার একটি বিশেষ প্রার্থনা করেন। ইসলামিক স্টেট গ্রুপের প্রাক্তন ঘাঁটি ইরাকের উত্তরাঞ্চলীয় শহর মসুল। ২০২১ সালে ফ্রান্সিস শহরটি পরিদর্শন করেন। শহরটিতে কমপক্ষে এক ডজন ক্যাথলিক তাঁর জন্য প্রার্থনা করেছেন। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম সোশ্যাল মিডিয়ায় আমেরিকা মহাদেশের প্রথম পোপ ‘মহান মানবতাবাদী’ ফ্রান্সিসের দ্রুত আরোগ্যের প্রত্যাশা ব্যক্ত করেছেন। গত শনিবার সন্ধ্যার আপডেটে, ভ্যাটিকান আরো বলেছে, ফ্রান্সিস সতর্ক ছিলেন এবং ‘একটি আর্মচেয়ারে দিন কাটান, তবে তিনি আগের দিনের চেয়েও বেশি কষ্টে ভূগছিলেন।’ তার শ^াসকষ্ট এবং রক্ত সঞ্চালনের খবর ব্যাপকভাবে শোক এবং উদ্বেগের জন্ম দেয়।

ইতালির ‘করিয়ের ডেলা সেরা’ সংবাদপত্র শিরোনামে লেখা হয়, ‘রোববার পোপের অবস্থা আরও খারাপ হয়েছে।’ ইতালির অন্য একটি দৈনিক লা রিপাবলিকা দিনটিকে ভ্যাটিকানের ‘সবচেয়ে কালো দিন’ হিসেবে বর্ণনা করেছে। ফ্রান্সিসের অব্যাহত হাসপাতালে ভর্তি থাকায় তিনি পদত্যাগ করতে পারেন কিনা তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। তিনি সর্বদা তার পূর্বসূরী ২০১৩ সালে পদত্যাগকারী প্রথম পোপ ষোড়শ বেনেডিক্টকে অনুসরণ করতে পারেন। তবে তিনি বারবার বলেছেন, এটি সময় নয়। পোপ কঠোর পরিশ্রমী এবং কাজের সময়সূচি বজায় রাখেন। সেপ্টেম্বরে তিনি এশিয়া—প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ১২ দিনের সফর করেন। কিন্তু তিনি ক্রমবর্ধমান স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন। ২০২১ সালে তার কোলন সার্জারি এবং দুই বছর পর হার্নিয়ার জন্য একটি অস্ত্রোপচার করা হয়েছিল। তার ওজন বেশি এবং ক্রমাগত নিতম্ব এবং হাঁটুতে ব্যথা থাকে, যা তাকে হুইলচেয়ার ব্যবহার করতে বাধ্য করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com