এফএনএস বিদেশ : ইউক্রেনের লভিল অঞ্চলে এক অস্ত্রভান্ডারে হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে ওই ভান্ডারে রাখা পোল্যান্ডের দেওয়া অস্ত্র ধ্বংস হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবি করেছে। গতকাল বুধবার আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তবে রুশ মন্ত্রণালয়ের এই দাবি নিয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষনিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ ছাড়া আল জাজিরার পক্ষ থেকে রাশিয়ার এই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। গত ২৪ ফেব্র“য়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১৬১ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উলটো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।