রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

পোস্টার ব্যানারে ছেয়ে গেছে ঝাউডাঙ্গা বাজার কমিটির নির্বাচন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

মোঃ অহিদুজ্জামান লাভলু বাঁশদহা সাতক্ষীরা সদর থেকে \ সাতক্ষীরা সদরের অন্যতম। ঐতিহ্যবাহী ব্যাবসা কেন্দ্র ঝাউডাঙ্গা বাজারের আগামী ১লা ফেব্রয়ারী রোজ শনিবার নির্বাচনকে ঘিরে পোস্টার ব্যানারে ছেয়ে গেছে পুরা বাজার। নির্বাচনী তফশীল অনুযায়ী সব কিছুই ঠিকঠাক চলছে বেশ। প্রতিক বরাদ্দ শেষ হওয়ার পর পরই পুরা বাজার সেজেছে যেন নতুন সাজে। চলছে তুমুল শোরগোল, চুলচেরা বিশ্লেষন। হিসাব কসছে অনেকে কার পাল্লা কত ভারী, কে বা কারা পাবেন সেই চুড়ান্ত বিজয়। এ নির্বাচনী প্রচার প্ররচনা প্রাই শেষের দিকে। সব কিছু মিলিয়ে যেন এক আনন্দ উৎসাহের আমেজ। প্রার্থীরা ছুটে চলেছেন ভোটারদের কাছে। চাচ্ছেন দোয়া সমর্থন। নিজেদের পক্ষ্যে নিতে চলছে নানা কৌশাল্। ঝাউডাঙ্গা বাজার নির্বাচন পরিচালনার নির্বাচন কমিশনার অধ্যক্ষ খলিলুর রহমান জানান ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে শান্তিপুর্নভাবে সমর্থন জানাতে পারবেন। কোন কিছুরই প্রভাব ভোটারদের উপর পড়বে না। এ দিকে সমগ্র বাজার জুড়ে ছেয়ে গেছে রঙ্গিন আর সাদা কালো পোস্টার, ব্যানার আর ফেস্টুনে।এ এলাকার মানুষের, বিশেষ করে চায়ের দোকান, হাটেবাজারে মাঠে ঘাটে, গ্রাম্য জনপদে সবখানে একটাই আলোচনা কেমন হবে, কে বা কারা জিতবে এ নির্বানে। কে হলে কেমন চালাবেন বাজার কমিটি,কেমন হবে বাজারের উন্নয়ন। আলোচনা সমালোচনার যেন শেষ নাই। আর এসব কিছু দেখতে হলে অপেক্ষা করতে হবে আর মাত্র কয় দিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com