শ্রীউলা (আশাশুনি) প্রতিনিধি ॥ আশাশুনির শ্রীউলার মাড়িয়ালার পোস্ট মাষ্টার নূরুল হক গাজী (৭০) শুক্রবার সকাল (আনুঃ) ৭.৪০টায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু বরণ করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাড়িয়ালা গ্রামের মৃত মুন্সী ইসমাইল হোসেন গাজীর ছোট পুত্র পোস্ট মাষ্টার নূরুল হক গাজী অসুস্থতা জনিত কারণে প্রথমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।অবস্থার অবনতি হওয়ায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।চিকিৎসারত অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১ পুত্রসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ আসর মরহুমের নিজ বাড়ীতে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। নামাজে জানাজায় ইমামতি করেন আলহাজ্ব মাওঃ সাইদুর রহমান। মরহুমের আত্মীয় স্বজন সহ বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন শ্রেণী পেশার মুসল্লীগণ তার জানাযায় অংশগ্রহণ করেন। আগামী সোমবার যোহর নামাজ শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় নিজ বাড়ীতে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।