স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা পৌরসভার মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান। গতকাল বেলা ১২টায় পৌর মেয়রের কার্যালয়ে সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নাজিম উদ্দিন প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসানের কাছে মেয়রের দায়িত্বভার অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কায়ছারুজ্জামান হিমেল, ২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, ৫নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আনোয়ার হোসেন মিলন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মারুফ আহম্মেদ, ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, ৮নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম বাবু, ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা-সাগর, সংরক্ষিত কাউন্সিলর নুরজাহান বেগম, সংরক্ষিত কাউন্সিলর অনিমা রানী মন্ডল, সংরক্ষিত কাউন্সিলর রাবেয়া পারভীন, পৌরসভার প্রধান নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, পৌরসভা সচিব মোঃ লিয়াকত হোসেন, সহকারি প্রকৌশলী কামরুল আখতার তপু, হিসাব রক্ষক আকতার হোসেন, এসও সাগর দেবনাথ, কামরুজ্জামান শিমুল, প্রধান সহকারি প্রশান্ত ব্যানার্জী, কর্মচারী এসোসিয়েশনের সভাপতি মীর নাসের আলী, সাঃ সম্পাদক সরোজ কুমার সহ সাতক্ষীরা পৌরসভার কর্মকর্তা, কর্মচারী। পরে পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের উদ্যোগে পৌর মেয়র কাজী ফিরোজ হাসানকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় দায়িত্ব প্রাপ্ত পৌর মেয়র কাজী ফিরোজ হাসান বলেন, পৌরসভার নাগরিকদের দুর্ভোগ লাঘব করে উন্নত সেবা দিতে চাই। পৌরসভার কার্যক্রম পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করছি।