স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা পৌরসভার ৪ নং ওয়ার্ডের সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে শহরের সুলতানপুর শেখ পাড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার (ভারপ্রাপ্ত) মেয়র আলহাজ্ব কাজী ফিরোজ হাসান। তিনি সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন কালে বলেন, গত কয়েক মাসে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে একাধিক রাস্তা ও ড্রেন নির্মাণ করা হয়েছে। বর্ষা মৌসুমী হলেও পৌরসভার চলমান উন্নয়ন কাজ বন্ধ নেই। পৌরসভার নাগরিকদের দুর্ভোগ লাঘবে আমরা কাজ করে যাচ্ছি। আগামীতে সাতক্ষীরা পৌরসভার উন্নয়ন চিত্র পাল্টে যাবে।এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারী প্রকৌশলী কামরুল আখতার তপু, উপসহকারী প্রকৌশলী সাগর দেবনাথ, কামরুজ্জামান শিমুল, পৌরসভার কার্যসহকারী আব্দুল মোতালেব, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি শেখ নাজমুল হক রনি, ব্যবসায়ী শেখ মুকুলার রহমান সহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য পৌরসভার নিজস্ব অর্থায়নে সুলতানপুর শেখপাড়া মোবাশ্বের আলীর বাড়ির হতে বীজ ব্যবসায়ী শেখ মুকুলার রহমান (মুকুল) এর বাড়ি পর্যন্ত ১৩৫ ফুট সিসি ঢালাই রাস্তা সাড়ে ৫ লক্ষ্য টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে।