স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে পৌরসভার ১নং ওয়ার্ডে গণমুখী ক্লাবের সামনে প্রধান অতিথি হিসেবে এ রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) কাজী ফিরোজ হাসান। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর মো. কায়ছারুজ্জামান হিমেল, পৌরসভার সংরক্ষিত ১, ২ ও ৩নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর নুর জাহান বেগম নুরী, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. হাবিবুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, সাবেক জেলা ক্রীড়া অফিসার বীর মুক্তিযোদ্ধা জিল্লূর রহমান, বিশিষ্ট সমাজসেবক সুধাংশু শেখর সরকার, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াতুল করিম পিটুল, জুলফিকার আলী ভূট্টো, নিরিবিলি কমিউনিটি সেন্টারেরর স্বত্বাধিকারী মো. হাসান, সাতক্ষীরা পৌরসভার সহকারি প্রকৌশলী মো. কামরুল আখতার তপু, এসও মো. কামরুজ্জামান শিমুল, মো. মোহাব্বাত হোসেন, বিশিষ্ট নারী নেত্রী জ্যোৎস্না দত্ত, অমিত দত্ত, সিদ্দিক চৌধুরী, লিয়াকত চৌধুরী, গণমুখী ক্লাবের সদস্য মাহমুদ আলী, হারুন খান, রবি মাস্টার, নির্মাণ কাজের ঠিকাদার আকরাম হোসেন খান বাপ্পী প্রমুখ। সাতক্ষীরা পৌরসভার অর্থায়নে ১নং ওয়ার্ডে গণমুখী ক্লাবের সামনে থেকে ৩৩০ মিটার আরসিসি ঢালাই রাস্তাটির নির্মাণ ব্যায় ৩০ লক্ষ ১১ হাজার ১৯৫ টাকা। নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।