নিত্যপ্রয়োজনীয় পন্যের মূল্য বৃদ্ধি, আইনশৃংখলার অবনতি ও নির্বাচনী রোডম্যাপ ঘোষনা সহ বিভিন্ন জনদাবিতে ২৫ ফেব্রুয়ারি সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বিএনপির জনসভা সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে শহরের আমতলায় জেলা বিএনপির আহবায়ক রহমতউল্লাহ পলাশের বাসভবনে সাতক্ষীরা পৌর ও সদর উপজেলা বিএনপির উদ্যোগে উক্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সদর ও পৌর বিএনপির টিম প্রধান মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক রহমতউল্লাহ পলাশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাবেক সদস্য সচিব ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি এড. নুরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি শের আলী, পৌর কাউন্সিলর মাসুম বিল্লাহ শাহিন, সদর উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব নুরে আলম সিদ্দিক প্রমুখ। এ সময় সদর ও পৌর বিএনপি সকল পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।—প্রেস বিজ্ঞপ্তি